
মজিদের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের জয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2025-04-12T19:14:15+06:00
আপডেট হয়েছে - 2025-04-12T19:14:15+06:00
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৮ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ টাইগার্সের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আবদুল মজিদ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মজিদ হাঁকিয়েছেন সেঞ্চুরি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে রূপগঞ্জ
টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় শাইনপুকুর। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের
খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ টাইগার্স। দলের হয়ে
সেঞ্চুরি হাঁকান আবদুল মজিদ। ১৩৯ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন মজিদ। বাকিদের মধ্যে
ফিফটি হাঁকান মাহমুদুল হাসান। ৫৪ বলে ৫৬ রান করেন মাহমুদুল।
শাইনপুকুরের হয়ে ২টি করে উইকেট নেন শারিফুল ইসলাম এবং আলি মোহাম্মদ ওয়ালিদ।
জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন মইন ইসলাম তন্ময়। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন তন্ময়। ২৭ বলে ৫০ রানের টর্নেডো গতির ইনিংস খেলেন তিনি। তবে তার আউটের পর ঝিমিয়ে পড়ে শাইনপুকুরের ইনিংস। রহিম আহমেদ করেন ৯০ বলে ৫৩ রান। শাহরিয়ার সাকিব খেলেছেন ৫৯ বলে ৫০ রানের ইনিংস। বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। ধুঁকতে ধুঁকতে ২২২ রান করে অলআউট হয়েছে শাইনপুকুর। ২৮ রানে জয়লাভ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৪ উইকেট নেন মাহমুদুল হাসান। ৩ উইকেট নেন জীবন। ২ উইকেট নিয়েছেন মহিউদ্দিন তারেক। ১ উইকেট তোলেন মোহাম্মদ আল আমিন জুনিয়র।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।