SCORE

সর্বশেষ

মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোকে বুড়ো আঙুল দেখালেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

ইউরোপিয়ান ফুটবলে বেশ জনপ্রিয় একটি বিষয় মধ্যবর্তী ট্রান্সফার। ঐ জনপ্রিয়তা দেখে এবার আইপিএলেও এমন ট্রান্সফার উইন্ডো রাখার পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অসম্মতিতে সেটি আর দেখছে না আলোর মুখ।

নিলামের প্রথম দিনে আইপিএলের দামী পনেরো ক্রিকেটার

জানা গেছে, ফ্র্যাঞ্চাজিগুলো মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোতে আগ্রহ দেখায়নি এর নিয়মকানুনের জটিলতার কারণে। এর ফলে আসরের ২৮তম ম্যাচ থেকে ৪২তম ম্যাচ পর্যন্ত যে ট্রান্সফার উইন্ডো খোলা থাকার কথা, আদতে থাকছে না এর অস্তিত্বই।

Also Read - বিশ্বকাপে বাংলাদেশের চ্যালেঞ্জ দেখছেন সাকিব

নিয়ম অনুযায়ী, স্কোয়াডে থেকেও এখনও কোনো ম্যাচ খেলেননি বা তুলনামূলক কম ম্যাচ খেলেছেন, তাদেরকে খেলার সুযোগ করে দিতেই ট্রান্সফার উইন্ডোতে তারা হবে ট্রান্সফার-যোগ্য। তবে এতে অনেক তুরুপের তাসও হারাতে হতে পারে- এই শঙ্কায় ফ্র্যাঞ্চাইজিদের কোনোটিই শেষ পর্যন্ত দেখায়নি আগ্রহ।

এ বিষয়ে এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেন-

‘উদ্যোগটা প্রশংসনীয় ছিল। তবে নিয়মগুলোয় অনেক বাধ্যবাধকতা রয়েছে। প্রায় সব দলেই ২৫ বা তারও বেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ আছে। এর মধ্যে আবার অনভিষিক্ত কাউকে নেয়ার কী দরকার। যদি বড় তারকাদের নাম থাকতো এই উইন্ডোতে, তাহলে হয়তো আমরা আগ্রহী হতাম।’

দুই সপ্তাহব্যাপী ট্রান্সফার উইন্ডোর মাত্র এক-চতুর্থাংশ পেরিয়েছে, এখনও আগ্রহ দেখায়নি কোনো দল। নেই সামনের দিনগুলোতে আগ্রহ দেখানোর ন্যূনতম সম্ভাবনাও। তবে আইপিএল কর্তৃপক্ষ অবশ্য আশায় বসে আছে। ট্রান্সফার উইন্ডো চালুর সুযোগ যে আছে আরও প্রায় দেড় সপ্তাহ!

উল্লেখ্য, ইউরোপিয়ান ঘরোয়া লিগগুলোতে বেশ জনপ্রিয় মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডো, যা করা হয় আসরের মাঝপথে। এই সময়ে দলগুলো চাইলে তাদের মধ্যকার খেলোয়াড় অদল-বদল করতে পারে। ফুটবলে এই বিষয়টি বেশ আলোচিত। ক্রিকেটে এই প্রবর্তন ঘটিয়ে আলোচনার জন্ম দিতে চেয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। তবে ফ্র্যাঞ্চাইজিদের অনাগ্রহে শেষ পর্যন্ত সেটি আর দেখছে না আলোর মুখ। আইপিএল তাই শেষ হবে দলগুলোর পুরনো স্কোয়াড নিয়েই।

আরও পড়ুনঃ ফ্লোরিডার জিও বলে নাম ছিল না মাশরাফির

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স