Scores

মনে হচ্ছিল ঢাকা অথবা চট্টগ্রামে খেলছি: টেলর

ইংল্যান্ডে প্রচুর বাংলাদেশির বসবাস। বিশেষ করে লন্ডন শহরে তো সিলেটিদের প্রচুর আনাগোনা। ঘরের ছেলেদের প্রবাসে খেলতে দেখে স্টেডিয়ামে ছুটে যেতে ভুল করেননি লন্ডনের বাংলাদেশিরা। ফলে প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের দর্শকই গ্যালারিতে ছিলেন বেশি।

মনে হচ্ছিল ঢাকা অথবা চট্টগ্রামে খেলছি টেলর

বিষয়টি স্বীকার করে নিয়েছেন নিউজিল্যান্ডের জয়ের নায়ক রস টেলরও। তার কাছে এমনও মনে হয়েছে- ওভালে নয়, তিনি খেলছেন বাংলাদেশের জনপ্রিয় দুই হোমগ্রাউন্ড ঢাকা কিংবা চট্টগ্রামে!

Also Read - বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবি, নেয়নি দক্ষিণ আফ্রিকা!


টেলর বলেন, ‘দর্শক সমর্থন দেখে ওভালে খেলছি বলে মনে হয়নি। মনে হচ্ছিল ঢাকা অথবা চট্টগ্রামে খেলছি। আমাদের অনেক সমর্থকও ছিলেন। তারা আমাদের অনেক সমর্থন যুগিয়েছেন। এত ক্লোজ ম্যাচ টুর্নামেন্টের জন্য দারুণ ব্যাপার ছিল।’

মাঠে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের সমর্থকরাও। সাধ্যমত দলের পক্ষে সমর্থন যুগিয়ে গেছেন তারাও, সংখ্যায় কম হলেও। তবে বাংলাদেশের সমর্থকদের কাছে জয়ী দলের সমর্থকরা যেন ছিলেন ম্লান!

টেলর বলেন, ‘আমাদের মনে হচ্ছিল অ্যাওয়ে দল। এখানে বাংলাদেশের অনেক সমর্থক। দর্শকরা এভাবে স্লোগান দিতে থাকলে খেলায় ইতিবাচক প্রভাব পড়ে। তারা ক্রিকেট দারুণ ভালোবাসে। দল ভালো অবস্থানে থাকলে তারা দারুণ উচ্ছ্বসিত থাকে।’

শ্রীলঙ্কাকে উড়িয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে জয় তুলে নিতে বেশ লড়তে হয়েছে কিউইদের। বাংলাদেশের প্রশংসা করে টেলরের ভাষ্য, ‘প্রথম ম্যাচে আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে ছিলাম। কিন্তু কাল আমরা চাপে পড়ে যাই। গুরুত্বপূর্ণ সময়ে আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলি। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তারা হাল ছাড়েনি, সর্বোচ্চটুকু দিয়ে শেষপর্যন্ত লড়ে গেছে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক