Scores

“মনে হচ্ছে না যে আমরা দলের বাইরে ছিলাম”

আগামী ২৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। আবর আমিরাতে না খেললেও অস্ট্রেলিয়া দলের সাথে দেখা করছেন তারা। এতদিন জাতীয় দলের বাইরে থাকলেও কখনো দলের বাইরে ছিলেন বলে মনেই হয়নি তাদের।

ওয়ার্নার-স্মিথ কে ছাড়াই অস্ট্রেলিয়া দল ঘোষণা

ভারতে অনুষ্ঠিত আইপিএলে অংশ নেবেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এই সময় আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া দল। এই সিরিজে না খেললেও ভারতে যাওয়ার আগে আরব আমিরাতে উড়ে গিয়েছেন তারা। সেখানে দলের সাথে সময় কাটাবেন দুইজন।

Also Read - সাংবাদিকদের প্রতি তামিমের কৃতজ্ঞতা


দলের সাথে পুনরায় যোগ দেয়ার অনুভূতি প্রকাশে ডেভিড ওয়ার্নার বলেন তার কখনোই মনে তারা দলের বাইরে ছিলেন। ওয়ার্নারের ভাষায়, ‘এটা দারুণ। মনে হচ্ছে আমরা কখনও দলের বাইরে ছিলাম না। ছেলেরা দুই হাত খুলে আলিঙ্গন করে আমাদের প্রত্যাবর্তন বরণ করে নিচ্ছে। ভারতের দুর্দান্ত একটি সিরিজ জেতার পর তাদের উদ্যম দেখে ভালো লাগছে।’

তবে দীর্ঘদিন দলের বাইরে থাকার পরিবর্তনটাকেও তিনি মেনে নিচ্ছেন। সামনে দলকে এগিয়ে নেয়ায় রাখতে চান বড় ভূমিকা,  ওয়ার্নার বলেন,  ‘আমি ১২ মাস ধরে দলের বাইরে ছিলাম। অবশ্যই একটি বড় পরিবর্তন হয়েছে যা দুর্দান্ত। এটি আমাদেরকে মেনে নিতে হবে যে এখন দলের এগিয়ে যাওয়া ক্ষেত্রে আমাদের কী ভূমিকা থাকবে।’

স্টিভেন স্মিথ বলেন, ‘দলের সাথে যুক্ত হতে পারাটা অসাধারণ। তারা আনন্দের সাথে আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমাদের সবসময়ই মনে হয়েছে আমার সঠিক পথ থেকে সরে যাইনি।’

 

সদ্য সমাপ্ত ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরেও শেষ তিন ম্যাচের জয়ে সিরিজ জয় করেছে। পাকিস্তানের বিপক্ষেও ভালো করতে আশাবাদী স্মিথ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে ভারতের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ে এই মুহূর্তে দলে চনমনে রয়েছে। আত্মবিশ্বাসও রয়েছে তুঙ্গে। ছেলেরা কিছুদিন একটু পিছিয়ে পড়েছিল। তবে তারা আবার দুর্দান্তভাবে ফিরে এসেছে। এখন ওরা পাকিস্তানের বিপক্ষে কেমন খেলে, সেটা দেখার জন্য মুখিয়ে আছি। আশা করি, পাকিস্তান সিরিজেও ভালো করবে তারা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

দক্ষিণ আফ্রিকার মরার ওপর খাঁড়ার ঘা

৭ লাখ টাকায় স্মিথের বাড়িতে থাকার সুযোগ!

অ্যাগারের হ্যাটট্রিকে লন্ডভন্ড প্রোটিয়ারা

সাইকেল চুরির অভিযোগে আটক অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার

প্রথম টি-টোয়েন্টি শেষ প্রোটিয়া ব্যাটসম্যানের