মরিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ছন্দ ধরে রাখার প্রত্যয় বাংলাদেশের

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-10-09T21:03:03+06:00
আপডেট হয়েছে - 2023-10-09T21:03:03+06:00
দুই দলের বিশ্বকাপের যাত্রার সূচনার উপায়টা পুরোপুরি বিপরীত। বাংলাদেশ যেখানে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছে দাপুটে জয়, সেখানে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকা ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হবে না। তবুও বাংলাদেশের রয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ পাওয়া ছন্দ ধরে রাখার প্রত্যয়। [এখানে কুইজ খেলে জিতে নিন বাংলাদেশ দলের জার্সি]
কাগজে কলমের শক্তিতে বা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে ইংল্যান্ড। গত বিশ্বকাপের সাক্ষাতে বাংলাদেশ পরাজিত হলেও এর আগের টানা দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ঘটনা দূরের অতীত হলে সাম্প্রতিক ফলও হতে পারে বাংলাদেশের জন্য প্রেরণার উৎস। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারলেও টি-২০ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
ধর্মশালাতেই প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তাই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার উইকেট ও কন্ডিশন নিয়ে ভালো ধারণা থাকার কথা সাকিবদের। আফগানিস্তান ১৫৬ রানে অলআউট হয়ে গেলেও ম্যাচের আগে বাংলাদেশের কোচ জানিয়েছিলেন যে তিনি মনে করেন এ উইকেটে ব্যাটারদের জন্য রান আছে।
আফগানিস্তানের ম্যাচে উইকেটে দেখা মিলেছিল ঘাসের। যদিও আউটফিল্ডে প্রচুর বালু থাকার কারণে রান-আপ নিতে ভোগান্তি পোহাতে হয়েছিল পেসারদের। সেই সমস্যার সমাধান হলে নতুন বলে দারুণ ছন্দে দেখা যেতে পারে পেস বোলারদের।
সম্ভাব্য স্কোয়াড
ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।