
মুম্বাইয়ের ছেলে এজাজ প্যাটেল খেলেন নিউজিল্যান্ডের হয়ে। কয়দিন আগে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন। সেই ম্যাচের জার্সি নিলামে তোলা হয়েছে।

নিউজিল্যান্ডের অকল্যান্ডের শিশু হাসপাতালে দাতব্য কাজে ব্যবহারের জন্য এজারের এই জার্সি নিলামে তোলা হয়েছে। নিজের সবচেয়ে স্মরণীয় ও বরণীয় এই স্মৃতির জার্সি কেন নিলামে তুললেন, তা খোলাসা করেছেন এজাজ।
তিনি বলেন, ‘আমার জন্য দিনটি অবশ্য বিশেষ ছিল। তবে এই জার্সি যদি শিশু ও তাদের পরিবারকে সহায়তা করতে পারে, তাহলে এটাই বেশি গুরুত্বপূর্ণ হবে। আশা করি, তাদের সহায়তার জন্য যত বেশি সম্ভব অর্থ পাওয়া যাবে নিলাম থেকে।’
View this post on Instagram
মুম্বাই টেস্টে এজাজ একাই ভারতের প্রথম ইনিংসের ১০টি উইকেট শিকার করেন। এর আগে এই কীর্তি দেখিয়েছেন জিম ল্যাকার ও অনিল কুম্বলে। এজাজের মত তারাও ছিলেন স্পিনার। তবে ল্যাকার বা কুম্বলে কেউই ম্যাচের প্রথম ১০ উইকেট শিকার করতে পারেননি। আবার সফরকারী দলের সদস্য হিসেবেও ১০ উইকেট নেওয়ার রেকর্ডও শুধু এজাজের।
Black Caps star Ajaz Patel has come onto bowl for Starship! He’s auctioning off a playing shirt from his famous 10-wicket test match in India, with proceeds helping fund a Play Specialist in Starship’s Radiology Department. Check out the auction here: https://t.co/0Hzuhx5Kon pic.twitter.com/W9lOGzFo0n
— Starship Foundation (@StarshipFDN) May 4, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।