Scores

মাঞ্জরেকারকে ধুয়ে দিলেন জাদেজা

রবীন্দ্র জাদেজা এই বিশ্বকাপে ভারতের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগও পাননি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই পারদর্শী এই খেলোয়াড়ের বদলে ভারত মূলত দুই স্পিনার কুলদীপ ও চাহালকে প্রাধান্য দিয়েছে এই বিশ্বকাপে। বাংলাদেশ ম্যাচের আগে শোনা যাচ্ছিল যে, হয়তো টাইগারদের বিপক্ষে ম্যাচে জায়গা পাবেন রবীন্দ্র জাদেজা। এমন গুঞ্চন শুনে অদ্ভুত মন্তব্য করে বসেন ভারতের ধারাভাষ্যকার ও সাবেক খেলোয়াড় সঞ্জয় মাঞ্জরেকার। তিনি রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়ের একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেন!

 

যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় ধারাভাষ্যকারকে ধুয়ে দিলেন জাদেজা
ছবি : জাদেজা, বিসিসিআই

মাঞ্জরেকার বলেন, “আমি একাদশে রবীন্দ্র জাদেজার মতো অল্প বোলিং জানা ও অল্প ব্যাটিং জানা খেলোয়াড় নেওয়ার থেকে পুরোপুরি ৬ জন ব্যাটসম্যান ও ৫ জন বোলার নিবো। ওয়ানডে ক্রিকেটে তার মত খেলোয়াড়ের দরকার নেই। টেস্টে ব্যাপারটা আলাদা, সেখানে জাদেজা পুরোদস্তুর বোলার “।

Also Read - বেয়ারস্টোর শতকে বড় সংগ্রহ ইংল্যান্ডের


তবে এই ধরনের বক্তব্য ভালোভাবে নেননি জাদেজা। তিনি বুধবার পাল্টা টুইট করে এই ধরনের বক্তব্যের সমালোচনা করেন।

জাদেজা টুইটে বলেন, “এরপরও আমি আপনার ২ গুন বেশি ম্যাচ খেলেছি। যারা ক্রিকেটে কিছু অর্জন করেছে তাদের সম্মান করুন। আপনার অশ্রাব্য ও যুক্তিহীন কথা শুনতে শুনতে আমি বিরক্ত “।

বিশ্বকাপ চলাকালীন সময় জাদেজার এই ধরনের টুইটে ভক্ত সমর্থকরা বেশ অবাক হয়েছেন। তবে সঞ্জায় মাঞ্জরেকারের জন্য এটা নতুন নয়। খেলোয়াড়দের কাছ থেকে এর আগেও তিনি টুইটারে অপমানিত হয়েছেন। পোলার্ডের সমালোচনা করায় পোলার্ডও এর আগে তাকে টুইটারে পাল্টা জবাব দেন। দেখা যাক এইবার সঞ্জয় জাদেজার জবাব দেন কিনা।

ভারত ইতিমধ্যে তাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তাদের শেষ ম্যাচ ৬ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হবে যারা বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে। যেহেতু সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে তাই হয়তো দেখার বিষয় হবে ভারতীয় দল জাদেজাকে এক ম্যাচের জন্য একাদশে জায়গা দিয়ে পরীক্ষা করে দেখবে কিনা।

Related Articles

মাস্ক না পরে জাদেজা-পত্নীর তর্ক, অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ

পাকিস্তানি সাংবাদিকের চোখে সাকিবের চেয়েও ভালো অলরাউন্ডার জাদেজা

পুনে টেস্ট: কোহলির দ্বিশতকে চালকের আসনে ভারত

বাঁহাতি জাদেজার বিশ্বরেকর্ড

অ্যান্টিগা টেস্ট: ইশান্তের বোলিং তোপে এগিয়ে ভারত