Scores

‘মাঠের ভেতরের স্টোকস’ হতে চান সাইফউদ্দিন

পেস বোলিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশের হাহাকার নতুন কিছু নয়। জিয়াউর রহমান, ফরজাদ রেজা, আবুল হাসান রাজু- কতজনই তো এলেন! এবার অবশ্য থিতু হওয়ার মত কাউকে পাওয়া গেছে। তিনি মোহাম্মদ সাইফউদ্দিন। 

'মাঠের ভেতরের স্টোকস' হতে চান সাইফউদ্দিন

বেন স্টোকস যখন বিশ্ব ক্রিকেট শাসন করছেন, তখন একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডারের মালিকানার স্বপ্ন দেখছে বাংলাদেশ দলও। তিন ফরম্যাটে এখনো খেলা হয়নি সাইফউদ্দিনের। তবে ইংল্যান্ডকে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য একাধিক সাফল্য এনে দেওয়া স্টোকসের মত হয়ে উঠতে পারেন সাইফউদ্দিন।

Also Read - সাঙ্গাকারার প্রশংসা শুনে ঘুমাতে পারেননি সাইফউদ্দিন


সেই সক্ষমতা যে আছে, তা ইতোমধ্যে প্রমাণও করেছেন ২৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। স্টোকসের সাথে নিজের খেলার ধরন মিলে যায় বলে সাইফউদ্দিন নিজেও স্টোকসের অনুসারী, হতেও চান স্টোকসের মত।

সম্প্রতি বিডিক্রিকটাইম এর লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত সাইফউদ্দিন জানান, দেশে তার আইডল সাকিব আল হাসান ও দেশের বাইরে বেন স্টোকস। নিজের খেলার ধরন স্টোকসের সাথে বেশি মিলে যায় বলে হতেও চান স্টোকসের মত। মাঠের বাইরের বিতর্ক এড়িয়ে রপ্ত করতে চান স্টোকসের মাঠের গুণাবলি।


সাইফউদ্দিন বলেন, ‘দেশের বাইরে আমার আইডল বেন স্টোকস। বাংলাদেশে অবশ্যই সাকিব ভাই। বেন স্টোকসের অ্যাটিচিউড আমি নিজের মধ্যে নিতে চাই। অবশ্যই খেলার ভেতরের আচরণটা! খেলার বাইরেরটা না, হা হা।’

স্টোকসের ক্যারিয়ার অবশ্য উত্থান-পতনে সজ্জিত। বছর দুয়েক আগে যখন দলের বাইরে ছিলেন, তখন তাকে ইংল্যান্ডের বিশ্বকাপের নায়কের আসনে বসিয়ে হয়ত কল্পনাও করেননি কেউ। সেই স্টোকসকে অনুসরণ করেন বলেই হয়ত, সাইফউদ্দিনও নিজের ক্যারিয়ারের উত্থান-পতন পছন্দ করেন।

তিনি বলেন, ‘বয়সভিত্তিক থেকেই আমি প্রথম দফায় কখনো সফল হইনি। এটা আমার জন্য অনেক ভালো। তাড়াতাড়ি পেয়ে গেলে মূল্যায়ন বুঝবো না।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে এগিয়ে জন লুইস

ভিডিও : টি-টোয়েন্টি ব্লাস্টে রাদারফোর্ডের ঝড়ো সেঞ্চুরি

‘৩’ দিনের কোয়ারেন্টিনেই আইপিএলে খেলবেন ইংলিশ-অজি ক্রিকেটাররা

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন বাবর