Scores

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

অবশেষে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা শেষ হতে চলেছে। করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়া আন্তর্জাতিক ক্রিকেট ফের মাঠে ফিরছে আগামী মাসেই। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ।

ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

তিন ম্যাচ সিরিজের এই টেস্ট সিরিজটি দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ৮ জুলাই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে অ্যাজেস বোলে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু ওল্ড ট্রাফোর্ড।

Also Read - 'সাকিব আমাদের সুপারস্টার'


করোনাভাইরাসের কারণে মার্চে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। সব দেশে একে একে বিস্তার লাভ করে ছোঁয়াচে এই ভাইরাস। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশই স্থবির হয়ে পড়ে।

স্বভাবতই উঠেছিল ক্রিকেট অঙ্গনকে সুরক্ষিত রাখার প্রশ্নও। আর তাই সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। এপ্রিল ও মে মাসে কোথাও কোনো টুর্নামেন্ট বা সিরিজ মাঠে গড়ায়নি। তবে চলতি জুন মাস থেকেই ক্রিকেট মাঠে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করা ইংল্যান্ড জাতীয় দল ঘরের মাঠে ক্যারিবীয়দের আতিথেয়তা দিয়ে মাঠে ফেরাবে ক্রিকেটকে। নিশ্চিত করা হবে স্বাস্থ্য সুরক্ষা।


করোনার প্রভাবে ক্রিকেট স্থবির হওয়ার পর এই প্রথম কোনো সিরিজের সূচি চূড়ান্ত হল। সূচি চূড়ান্তের বিষয়টি মঙ্গলবার (২ জুন) নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

একনজরে সিরিজের সূচি-

ম্যাচতারিখভেন্যু
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট৮ জুলাই – ১২ জুলাইঅ্যাজেস বোল
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট১৭ জুলাই – ২০ জুলাইওল্ড ট্রাফোর্ড
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টেস্ট২৪ জুলাই – ২৯ জুলাইওল্ড ট্রাফোর্ড

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘ভারত নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিশ্ব ক্রিকেটের স্বার্থ ক্ষুণ্ণ করছে’

অস্ট্রেলিয়া সফর নিয়ে এ কেমন ‘চাওয়া’ গাঙ্গুলির!

ফাইনালে ‘অদ্ভুত’ নিয়মের হার এখনো পোড়ায় নিউজিল্যান্ডকে

ক্যারিয়ার বাঁচাতে আর দুই ম্যাচ সুযোগ পাবেন বাটলার!

‘ফ্যান সাবস্ক্রিপশন’ চালু করল বিডিক্রিকটাইম