মাত্র ‘৪৬’ রানে অলআউট ভারত!
নিউজিল্যান্ডের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ভারতের ইনিংস।

মাত্র ‘৪৬’ রানে অলআউট ভারত!
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-17T14:00:21+06:00
আপডেট হয়েছে - 2024-10-17T14:00:21+06:00
India vs New Zealand
M.Chinnaswamy Stadium

India
46/10 (31.2) 462/10 (99.3)

New Zealand
402/10 (91.3) 107/2 (27.4)
New Zealand won by 8 wickets
মাত্রই শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়া দল নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডই এবার ভারতের মাটিতে ভারতকে ভোগাচ্ছে! ভাবা যায়! আগে চিন্তা করা না গেলেও বর্তমানে এটিই বাস্তব। ব্যাঙ্গালুরু টেস্টে কিউই বোলারদের সামনে নাস্তানাবুদ অবস্থা ভারতের ব্যাটারদের। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে টিম ইন্ডিয়া। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভারতকে গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
ম্যাচের প্রথম দিনের পুরো খেলা ভেসে গেছে বৃষ্টিতে।
দ্বিতীয় দিনে হয়েছে টস। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে
ব্যাটিংয়ে নেমেই দুর্বিপাকে পড়েন ভারতীয় ব্যাটাররা। তিন কিউই পেসার ম্যাট হেনরি, টিম সাউদি এবং উইলিয়াম ও’রউরকে মিলে যেন নাচিয়ে
ছেড়েছেন ভারতের ব্যাটারদের। লাঞ্চের আগে ৬ উইকেট হারায় ভারত, লাঞ্চ থেকে ফিরে হয়েছে অলআউট।
সবার আগে সাজঘরে ফিরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১৬ বলে ২ রান করে সাউদির বলে আউট হন রোহিত।
তিনে নামা বিরাট কোহলি এবং চার নম্বরে নামা সরফরাজ খান দুজনেই ডাকের স্বাদ পেয়েছেন। কোহলি করেছেন ৯ বলে ০, অন্যদিকে সরফরাজ করেছেন ৩ বলে ০। ১০ রানের মধ্যেই হাওয়া ভারতের ৩ উইকেট।
এরপর যশস্বী জাইসওয়াল এবং রিশভ পান্ট কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। তবে বেশিক্ষণ টেকেনি তাদের জুটি। ৬৩ বলে ১৩ রান করে ও’রউরকের বলে আউট হয়ে যান জাইসওয়াল। শেষ দিকে আরও ২টি ডাকের দেখা পাওয়া গেছে ভারতের ইনিংসে। লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা ক্রিজে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। দুজনই সমান ৬টি করে বল খেলে করেছেন ০ রান। ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
বাকি ৪ উইকেটও বেশ দ্রুতই হারিয়েছে ভারত। টপাটপ উইকেট হারিয়ে অলআউট হয়েছে মাত্র ৪৬ রানের মাথাতে। ভারতের ইনিংসে সর্বোচ্চ ২০ রান করেন রিশভ পান্ট। পুরো ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল পান্ট এবং জাইসওয়াল।
নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট তুলেছেন ম্যাট হেনরি। ৪
উইকেট নেন উইলিয়াম ও’রউরকে। ১ উইকেট নিয়েছেন টিম
সাউদি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।