মাত্র ৯ রানেই অলআউট!
মাত্র ৯ রানে অলআউট। ঘটনাটি ঘটেছে ভারতের পন্ডিচেরির পালমেইরা ক্রিকেট গ্রাউন্ডে সিনিয়র নারী টি-টোয়েন্টি লিগে মিজোরাম বনাম মধ্য প্রদেশের মধ্যকার ম্যাচে। যেখানে মিজোরাম ৯টি ০রানের খেসারত দিয়ে মাত্র ৯ রানে অলআউট হয়েছে । ম্যাচটি ১০ উইকেটে জিততে মাত্র ৬ বল খরচ করতে হয়েছে মধ্য প্রদেশের।
যে ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ৯ ব্যাটসম্যান, আবার শূন্য রানে অপরাজিত ছিলেন একজন এবং মিজোরামের হয়ে সর্বচ্চো ৬টি রান করতে পেরেছেন কেবল একজন। প্রতিপক্ষ দল ম্যাচ জিতে নিয়েছে মাত্র ৬ বলের মধ্যেই।
Also Read - বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে অ্যাস্টল০, ০, ০, ০, ৬, ০, ০, ০, ০, ০ এবং ০*! এগুলো কোনো সংখ্যার খেলা নয়। মিজোরামের এগারো জনের করা রানের তালিকা।
মিজোরামের পক্ষে একমাত্র রানের দেখা পেয়েছেন পাঁচ নাম্বারে ব্যাট করতে নামা অপুর্ব ভার্দওয়াজ। ৬ রান করতে ভার্দওয়াজ খেলেছেন ২৫টি বল, যার মধ্যে মেরেছেন ১টি বাউন্ডারির মার। মিজোরামের ইনিংসের বাকি ৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।
মধ্য প্রদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তারাঙ ঝা। ৪ ওভারের স্পেলে মোট ২৪টি বল করে মাত্র ১ রান খরচ করেছেন তিনি, নিয়েছেন ৪টি উইকেট।
১০টি রান তাড়া করতে নেমে ১০ রানের অর্ধেক বোনাসই পেয়েছে মধ্য প্রদেশ। ব্যাট হাতে মিজোরামের পক্ষে রান করতে পারা একমাত্র ব্যাটসম্যান ভার্দওয়াজ বল হাতে পাঁচ রান দিয়েছেন ওয়াইড থেকেই। যে কারণে প্রথম ওভারেই ম্যাচ জিতে যায় মধ্য প্রদেশ।
ব্যাটিং ব্যর্থতা যেন তাদের উপর ভর করেছে একের পর এক, চলতি টুর্নামেন্টে এটি মিজোরামের টানা দ্বিতীয় ব্যাটিং ব্যর্থতা। এর আগে বুধবার তারা কেরালার বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ২৪ রানে। সে ম্যাচেও ১০ উইকেটে হেরেছিল মিজোরাম।