
অভিষেক টেস্ট ম্যাচেই মাথায় বলের আঘাত পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জেরেমি সলোজানোর। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সলোজানোর।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে অভিষেক হয় ২৬ বছর বয়সী সলোজানের। তবে নিজের অভিষেক ম্যাচে আঘাত পান এই ক্যারিবীয় ব্যাটার। ঘটনাটি ঘটে প্রথম সেশনের ২৪তম ওভারে।
শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সলোজানোর। ঐ ওভারে চেজের করা শর্ট ডেলিভারিটি পুল করার চেষ্টা করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে তার করা শটটিতে বল আঘাত হানে সলোজানের হেলমেটের গ্রিলে। আঘাত হানার পর পরই নিচে লুটিয়ে পড়েন তিনি।
🚨Injury Update 🚨 Debutant Jeremy Solozano was stretchered off the field after receiving a blow to his helmet while fielding.
He has been taken to the hospital for scans. We are hoping for a speedy recovery 🙏🏽#SLvWI pic.twitter.com/3xD6Byz1kf
— Windies Cricket (@windiescricket) November 21, 2021
UPDATE: Jeremy Solozano is conscious and responsive. He is being taken to a hospital for scans. Team management are rightfully taking all precautions. #SLvWIpic.twitter.com/iUHLXFTjzi
— 🏏FlashScore Cricket Commentators (@FlashCric) November 21, 2021

পরবর্তীতে সঙ্গে সঙ্গে মেডিক্যাল স্টাফরা মাঠে ঢুকলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। চোট গুরুতর কিনা তা জানতে হাসপাতালে নেওয়া হয় সলোজানোরকে। সেখানে স্ক্যান করা হবে তাকে।
উল্লেখ্য, গল টেস্টে এখন পর্যন্ত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে বিনা উইকেটে ৬১ রান তোলে দুই ওপেনার করুনারত্নে ও নিশাঙ্কা। সেঞ্চুরিক দিকেই এগোচ্ছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। অন্যদিকে ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়েছেন নিশাঙ্কা।
সাকিবের রেকর্ড নিজের করে নিলেন মুস্তাফিজ https://t.co/qRcMiVy5bQ
— bdcrictime.com (@BDCricTime) November 21, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।