মানকাডিংয়ের সুযোগ ছাড়লেন আরাফাত সানি
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মানকাডিংয়ের ফাঁদে ফেলার পর থেকেই আলোচনায় এই অদ্ভুত আউট। গতকাল ডিপিএলে সেই সুযোগ পেয়েও সৌজন্যতা দেখিয়েছেন আরাফাত সানি।
ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে মানকাডিং আইন ব্যবহার করে দুয়ো শুনছিলেন অশ্বিন। কিছুদিন পরেই এই সুযোগ পেয়েও সৌজন্যতা দেখানোই প্রশংসা কুড়িয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্রুনাল পান্ডিয়া। অশ্বিনেরই কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে সর্তক করে দেন তিনি।
গতকাল সোমবার (১লা এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগেও মানকাডিংয়ের সুযোগ মিলে ছিল। এই সুযোগ পেয়েছিলেন প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি। অখেলোয়াড়সুলভ আচরণ কিনা সেই বিতর্কে থাকা এই আইনের সুবিধা নেননি দোলেশ্বরের বাঁহাতি স্পিনার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং ইনিংসের ১৭.৪ ওভার তখন। আরাফাত সানি বল ডেলিভারি করার আগেই দলটির মারকুটে ব্যাটসম্যান জিয়াউর রহমান ক্রিজ থেকে বেশ কিছুটা এগিয়ে যান। সানি চাইলেই জিয়াকে আউট করে দিতে পারতেন। কিন্তু তিনি তা না করে শুধুই সর্তক করে দিয়েছেন।
আরেকটু হলেই আরাফাত সানিকে বড় মাশুল দিতে হতে পারতো জিয়াকে আউটের সুযোগ পেয়েও ছেড়ে দেয়ায়। কারণ ম্যাচটা যে মাত্র ১ রানে জিতেছে দোলেশ্বর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে ২৬ ওভারে ২৩৯ দোলেশ্বর। ঠিক ১ রান আগে ২৩৮ রানেই থেমে যায় শেখ জামালের ইনিংস।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।