Scores

মানকাডিং আউট: টুইটারে হার্শাকে একহাত নিলেন ওয়ার্ন

ক্রিকেট বিশ্ব পেয়েছে নতুন এক ইস্যু- মানকাডিং আউট! আইপিএলের চতুর্থ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের জস বাটলারকে মানকাডিং আউট করে বিতর্কের জন্ম দেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন

মানকাডিং আউট টুইটারে হার্শাকে একহাত নিলেন ওয়ার্ন

ঐ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে সমালোচনা। যদিও কেউ কেউ অশ্বিনের পক্ষে সাফাই গাইছেন। তেমনটিই করেছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। আর পরবর্তীতে হার্শাকে একহাত নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী সাবেক স্পিনার শেন ওয়ার্ন।

Also Read - মানকাডিং আউট: নিজের পক্ষে সাফাই গাইলেন অশ্বিন


অশ্বিনের মানকাডিং আউট করায় ইঙ্গিত করে হার্শা এক টুইট বার্তায় বলেন, ‘প্রসঙ্গত, এটি একটি ম্যাচ ছিল এবং গেইল, বাটলার, অশ্বিন, আর্চার, সরফরাজ দারুণ পারফর্ম করেছে। এই পারফরম্যান্সকে লুকিয়ে ফেলো না।’

হার্শার টুইট মোটেও পছন্দ হয়নি ওয়ার্নের। তার কাছ মনে হয়েছে, অশ্বিন হার্শার স্বদেশী বলেই ব্যাপারটিকে হালকাভাবে দেখার চেষ্টা করেছেন হার্শা।
হার্শার ঐ টুইটের প্রত্যুত্তরে ওয়ার্ন বলেন, ‘হার্শা, যদি কোনো আন্তর্জাতিক ম্যাচে এটি ঘটতো তুমি হয়ত অশ্বিনকে আক্রমণ করতে! অনুগ্রহ করে পক্ষপাতমূলক আচরণ করো না এবং তোমার দেশের খেলোয়াড়কে উপরের দিকে তুলো না। ক্রিকেট ম্যাচে যে-ই যার সাথে-ই এটা করুক এটা অবশ্যই বিব্রতকর খেলার প্রতি এবং যখন তুমি অশ্বিনের মত অধিনায়ক, তখন এটি আরও বেশি মর্যাদাহানিকর!’

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়