Scores

মানকাডিং আউট নিয়ে মুখ খুললেন বাটলার

সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের প্রধান আলোচ্য বিষয় কী? এই প্রশ্ন করলে বেশিরভাগ সমর্থকেরই উত্তর হবে- রবিচন্দ্রন অশ্বিনের করা মানকাডিং আউট। অশ্বিন যাকে মানকাডিং আউটের শিকার বানিয়েছিলেন সেই জস বাটলার এবার মানকাডিং আউটের বিতর্কিত আইনকে বললেন ‘দুর্বল’।

মানকাডিং আউট নিয়ে মুখ খুললেন বাটলার
ক্রিজ থেকে বের হয়ে যাওয়া বাটলারকে অশ্বিনের মানকাডিং আউট করার দৃশ্য, যা এখন পুরো ক্রিকেট বিশ্বের কাছে চেনা এক ছবি। ফাইল ছবি

বাটলার আরও মনে করেন, মানকাডিং আউট নিয়ে ক্রিকেটের আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।

Also Read - 'বিতর্কিত কাণ্ডে' সমালোচনায় বিদ্ধ শেহজাদ


ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘অবশ্যই মানকাডিং আউট ক্রিকেটীয় আইনে বৈধতা পাওয়ার প্রয়োজন আছে, কারণ একজন ব্যাটসম্যান ভালোভাবে রান নেওয়ার জন্য অর্ধেক পিচ এগিয়ে থাকতে পারে না। কিন্তু আমি মনে করি, আইনে যে লেখা রয়েছে- বোলার যখন বল ছুঁড়তে যাবে তখনই মানকাডিং করা যাবে, এই ব্যাপারটা একটি দুর্বল ব্যবস্থা।’

অশ্বিনের মানকাডিং আউটকে প্রশ্নবিদ্ধ করে বাটলার বলেন, ‘আপনি যদি ফুটেজের দিকে লক্ষ্য করেন, হয়ত সিদ্ধান্তটি ভুল ছিল কারণ দেখবেন অশ্বিন যখন বল ডেলিভারি করতে যাচ্ছিলো তখন আমি ক্রিজের ভেতরেই ছিলাম।’

সম্প্রতি মানকাডিং আউট করে পুরো ক্রিকেট বিশ্বকে যেন এক ছাতার নিচে নিয়ে এসেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই ছাতার নিচে সবার আলোচনা এখন অশ্বিনের মানকাডিং আউটের যৌক্তিকতা-অযৌক্তিকতা নিয়ে।

আইপিএলের ষষ্ঠ ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেটে সেট জস বাটলারকে অশ্বিনের মানকাডিং আউট নিয়ে সমালোচনা হলেও অশ্বিনের দাবি- তিনি ভুল কিছু করেননি। অশ্বিন অবশ্য তার দাবির পক্ষে পাচ্ছেন আইসিসিকেও। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাই যে এমন বিতর্কিত আউটকে সবুজ সংকেত দিয়ে রেখেছে!

 

তবুও মানবিক দিক বিবেচনা করে অনেক ক্রিকেটারই মানকাডিং আউট করা থেকে বিরত থাকেন। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে- মানকাডিং আউট করলে দলের সুবিধা এনে দেওয়ার প্রশংসা বদলে উল্টো জোটে নিন্দা, আর মানকাডিং আউট না করলেই যেন প্রশংসার জোয়ার!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়