Scores

মানহীন খেলোয়াড় দিয়েই বিদেশী বাড়ানোর তোড়জোড়

ইতোমধ্যে শুরু হয়ে গেছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট- বিপিএলের পঞ্চম আসরের প্রস্তুতি। জমজমাট এই ঘরোয়া টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোও শুরু করেছে স্কোয়াড গোছানো।

তবে বিপিএলে যত এগিয়ে আসছে, ততোই সবার মনে ঘনীভূত হচ্ছে একটি প্রশ্ন- এবার মানসম্মত বিদেশি পাওয়া যাবে তো?

Also Read - কতটুকু অভিজ্ঞ নতুন ব্যাটিং কোচ!


আপাতপক্ষে উত্তরটি হচ্ছে- না। গত আসরে নামকাওয়াস্তে যেসব বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে নাম ভারী করেছিল ফ্র্যাঞ্চাইজিরা, এবারও যে অনেকটা সেই পথেই হাঁটছে অংশগ্রহণকারী টিম ম্যানেজমেন্টরা!

গত বিপিএলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ছিল ৫৪ জন। তারমধ্যে পাকিস্তানি খেলোয়াড় ছিলেন ১৫ জন, ক্যারিবীয় ১৩ জন, ইংলিশ ১০ জন, আফগানিস্তানি ৩ জন, কিউই ২ জন এবং নেদারল্যান্ডসের একজন। পরাশক্তি দেশগুলোর মধ্যে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়ই ছিলেন না টুর্নামেন্টে। ছিলেন না জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারও- জনপ্রিয়তার দিক থেকে আইপিএলের পরপরই থাকা বিপিএলের প্রচলিত জৌলুস অনুযায়ী যাদের চাহিদা কমই!

দুঃখের বিষয়, গতবারের চেনা প্রেক্ষাপটটি এবার দেখা যেতে পারে আবারও। আইসিসির এফটিপি আর একই সময়ে দক্ষিণ আফ্রিকায় বিপিএলের আদলে অনুষ্ঠিতব্য টি-২০ লিগ কমিয়ে দেবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সংখ্যা। নামকরা পুরনো খেলোয়াড়দের দলে ভিড়িয়ে টুর্নামেন্ট জমানোর চেষ্টা তাই ফ্র্যাঞ্চাইজি ও বিসিবিকে চালাতে হবে এবারও।

তবে ঘটনা এখানে শেষ হলেও কথা ছিল না। প্রেক্ষাপট বিচারে যা হওয়ার কথা ছিল, হচ্ছে যে তার উল্টোটি! মানহীন খেলোয়াড়ে যখন বিপিএল সয়লাব, তখন ফ্র্যাঞ্চাইজিরা বিসিবির উপর চাপ সৃষ্টি করছে প্রতি ম্যাচে ৪ বিদেশির বদলে ৫ বিদেশি খেলানোর। দেশি ক্রিকেটারদের মান ‘কম’, এমন বিবেচনায় বিসিবিও অনেকটাই সম্মত ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবে!

শেষপর্যন্ত বিদেশি খেলোয়াড়দের নিয়ে জলঘোলা কতদূর গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডু প্লেসিকে বিপিএলে আমন্ত্রণ জানালেন তামিম

রাসেলের বিপক্ষে যেভাবে সফল মাশরাফি

বঙ্গবন্ধু বিপিএল : শেষ চারের সমীকরণ

বদলি হিসেবে নেমে জাকেরের রেকর্ড

নাসুমকে বিশ্বমানের ক্রিকেটার বললেন নিক্সন