মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান সালাউদ্দিন
প্রতিদান দেওয়াকে নৈতিক দায়িত্ব মানছেন সালাউদ্দিন।

মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান সালাউদ্দিন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-10T17:40:15+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T17:40:15+06:00
জাতীয় দলের কোচিং স্টাফে দেশি কোচদের যুক্ত করার দাবি অনেকদিন ধরেই ছিল। অবশেষে সেই গণদাবি আলোর মুখ দেখেছে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ক্রিকেটের নামী কোচ সালাউদ্দিন। বিপিএলে
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ বার শিরোপা জেতানোর অন্যতম কারিগর তিনি। এছাড়া তরুণ
অনেক ক্রিকেটারকে গড়ার পেছনেও কাজ করেছেন। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে কোচিং
করিয়েছেন সাফল্যের সাথে। এবার পেলেন জাতীয় দলের দায়িত্ব।
প্রায় ১৪-১৫ বছর আগে জাতীয় দলের সহকারী এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন সালাউদ্দিন। এবার আবারও বিসিবিতে ফেরার আগে থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। দেশের ক্রিকেটপ্রেমীদের একটি বড় অংশ জাতীয় দলে চাইছিলেন সালাউদ্দিনকে। মানুষের সেই ভালোবাসার প্রতিদান দেওয়াটাকেও নিজের নৈতিক দায়িত্ব ভাবছেন সালাউদ্দিন।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘চেষ্টা করব যেন মানুষ আমাকে যতটুকু ভালোবাসছে যেটা আমি দেখলাম গত কয়েকদিনে সেটার প্রতিদান দেওয়াটাও আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। যেন ভালো কিছু করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আসলে সময় যতটুকুই হোক আমার কারণে যদি কারও জীবনে কিছুটা পরিবর্তন হয় সেটাই মনে করি সার্থকতা।’
এছাড়া সার্বিকভাবে দেশি কোচদের ব্যাপারে সালাউদ্দিন জানান, ‘দেশি কোচদের আসলে নিজেদের ভ্যালু নিজেদের তৈরি করতে হবে। কারও ভ্যালু কেউ কখনও তৈরি করে দেয় না। ফলে আপনার পেশায় যদি আপনি ভ্যালু তৈরি করতে না পারেন আমার নিজেদেরকেই দোষ দেওয়া উচিত। দেশি কোচরা এখন ভালো কাজ করতেসে। ভবিষ্যতে আরও ভালো সুযোগ আসবে। তাদের পারফরম্যান্স ভালো। কিছু জায়গায় নিজেদেরই উন্নতি করতে হবে। পারিপার্শ্বিক বিষয়গুলোয় আরও উন্নতি করতে পারলে ভবিষ্যতে আমাদের কোচরাও ভালো জায়গায় যাবে।’
এই দায়িত্বে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন জানান, ‘আমি হয়ত কোচিং ক্যারিয়ারের শেষ দিকে আছি। হয়ত আর ৪-৫ বছর কোচিং করাবো। এখন অনেকেই বলেছে এটাই সঠিক সময়। যদি আরেকটা প্রজন্মকে সাহায্য করতে পারি তাহলে ভালো লাগবে। কিছুটা সাহায্য হলেও আমার মনে হয় সার্থকতা।’
এছাড়া বাংলাদেশে কোচিং করানোর ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘আমি আজকে দীর্ঘ ২৫ বছর ধরে কোচিং করছি, আমার কাছে কঠিন কখনও মনে হয়নি। মনে হয় ২৫ বছর ভালোভাবেই কোচিং করিয়েছি। এই জায়গাটা মনে হয় সবচেয়ে সহজ জায়গা। অন্যান্য পেশার তুলনায় কোচিংয়ের জায়গাটা সহজ, এখানে রাস্তা একেবারে ফাঁকা। খুব ব্রিলিয়ান্ট ছেলে-পেলে এখনও আসেনি।’
সালাউদ্দিনের মতে, ‘আমার মনে হয় এই জায়গায় কাজ করা অনেক সহজ। নিজেকে যদি ওইভাবে গড়ে তুলতে চায় এখানে অনেক সুযোগ আছে কোচদের জন্য, অনেক বড় হওয়ার সুযোগ আছে। আমরা তো খেলোয়াড় না যে আমাদের মাঠে খেলতে হবে। কিন্তু আপনাকে ভালো সেন্সিবল হতে হবে, পড়াশোনা করতে হবে সেই সঙ্গে আপনাকে ক্রিকেট নিয়ে ভালো চিন্তাভাবনা করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। আমাদের আপগ্রেড করার সিস্টেমটা একটু ভালো না। সেটা অবশ্য নিজে থেকেই করতে হবে এবং নিজেকে যদি কেউ চায় এখানে ভালো কিছু করব তাহলে সম্ভব।’
বর্তমানে আফগানিস্তান সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজের দলে না থাকা ক্রিকেটারদের সাথে মিরপুরে কাজ করছেন সালাউদ্দিন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন দলের সাথে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।