
যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কোচের ভূমিকায় আছেন তিনি।

বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন আফতাব নিজেই। এখনও আফতাব আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও দলটির প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করতে চলেছেন তিনি।
আফতাব বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি। এখনও চূড়ান্ত হয়নি, তবে শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে। আশা করছি নিজের ক্রিকেট জ্ঞান সেখানে ভাগাভাগি করতে পারব।’
২০১৮ সালে হাসান তারেক নামের এক বাংলাদেশির মালিকানায় প্রতিষ্ঠিত হয় আটলান্টা ফায়ার। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে খেলছে দলটি। ইতিপূর্বে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচদের যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন তারেক।

আটলান্টা ফায়ারকে আফতাবের কোচিং করাতে হবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তেমন কোনো ব্যস্ততা থাকে না বললেই চলে। এই সুযোগে মার্কিন মুল্লুকে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে চান আফতাব।
৩৬ বছর বয়সী আফতাব বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৪ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলা আফতাব হুট করে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে নাম লেখান কোচিংয়ে। বর্তমানে দেশে ডিপিএলের দল লিজেন্ডস অব রূপগঞ্জ, এনসিএলের দল চট্টগ্রাম বিভাগ ও জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আফতাব।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।