মালিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, প্রমাণ দিতে প্রস্তুত সাবেক ক্রিকেটার

প্রকাশিত হয়েছে - 2024-09-14T12:38:53+06:00
আপডেট হয়েছে - 2024-09-14T12:45:44+06:00
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। প্রয়োজনে তিনি শোয়েবের ফিক্সিংয়ের বিষয়টি প্রমাণ করারও ঘোষণা দিয়েছেন। বাসিতের এই ঘোষণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তানের ক্রিকেটে।
পাকিস্তানে শুরু চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে একটি দলের মেন্টর মালিক। এ নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত, কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
তিনি বলেন, 'যারা দেশকে নিয়ে ভাবে না, তাদের এসব দায়িত্ব দেওয়া উচিৎ নয়। যারা স্বীকার করে ইচ্ছা করে ম্যাচ হেরে গেছে, তাদের মেন্টর বানানো উচিৎ হয়নি। যদি প্রমাণ চান, আমি প্রমাণও দিতে পারব। রমিজ রাজা মালিকের ইন্টার্ভিউ নিয়েছিলেন। সেখানে কী বলেছে?'
মালিক মেন্টর হিসেবে আছেন স্ট্যালিওন্স দলের। সে দলের অধিনায়ক মোহাম্মদ হারিস, অথচ দলে আছেন বাবর আজমের মতো তারকা যিনি সীমিত ওভারে পাকিস্তানের অধিনায়ক। একসময় টেস্টেও নেতৃত্ব দিয়েছেন। বাবরকে 'কাপুরুষ' আখ্যা দিয়ে বাসিত বলেন, 'সবাই অধিনায়ক হয়ে যায়, কিন্তু বাবরকে মালিক অধিনায়ক হতে দিল না। বাবরের পকেটে দশটা হারিস জায়গা হবে। এটা তার জন্য অপমানজনক। তার উচিৎ ছিল আহমেদ শেহজাদ অথবা উমর আকমলের মতো খেলতে আপত্তি জানানো।'
শুধু বাবরই নন, এই দলে আছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদও। তবুও হারিসকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করে মালিক বিতর্কের জন্ম দিয়েছেন। এবার তার বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ কতদিন ধোপে টেকে, তা-ই দেখার বিষয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।