Scores

মালিঙ্গাকে নিয়ে মুস্তাফিজের আবেগঘন বার্তা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক দলগুলোর অপেক্ষাকৃত কম সংখ্যক ম্যাচ খেলা হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। মালিঙ্গা এখন কেবল সেই টি-টোয়েন্টি ফরম্যাটই খেলে যাবেন।

মালিঙ্গাকে নিয়ে মুস্তাফিজের আবেগঘন বার্তা

তাই এটুকু বলা যাচ্ছে- চাইলেই এখন আর মালিঙ্গাকে মাঠ মাতাতে দেখা যাবে না। এমনকি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের বাকি দুটি ম্যাচেও খেলবেন না তিনি।

Also Read - দলের উপর বিশ্বাস রাখতে বলছেন তামিম


ম্যাচে মালিঙ্গাকে দারুণ এক জয় উপহার দিয়েছে দল। বাংলাদেশ হেরেও গেলেও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আবার মালিঙ্গার একসময়ের সতীর্থ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি আসরে দুজনই খেলেছেন একসাথে। ম্যাচ শেষে মুস্তাফিজ মালিঙ্গাকে নিয়ে দেন আবেগঘন এক বার্তা।

মুস্তাফিজ বলেন-

‘তোমার সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সৌভাগ্যের ব্যাপার। আমি জানি তুমি কতটা ভালো পরিকল্পনাকার, প্রেরণাদায়ক ও ভালো একজন মানুষ। দ্বিধাহীনভাবে একজন মহান ক্রিকেটার। ক্যারিয়ারে যেভাবে লড়াই করেছ তা সবাইকেই প্রেরণা দিবে। একদিনের ক্রিকেট তোমাকে মিস করবে। সবসময় স্মৃতিতেই থাকবে। বিদায় কিংবদন্তী! ধন্যবাদ মালিঙ্গা।’

২০০৪ সালের ১৭ জুলাই ডাম্বুলায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিঙ্গার। বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের (২৬ জুলাই) ম্যাচ খেলে বিদায় জানানোর আগে মালিঙ্গা খেলেছেন ২২৬টি ওয়ানডে, শিকার করেছেন ৩৩৮টি উইকেট। ইতিহাসের নবম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে তিনি তুলে রেখেছেন ওয়ানডে জার্সি। ২০১০ সালে শেষ টেস্ট খেলা এই ক্রিকেটার আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলে যাবেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দলে পেসারদের আধিক্যের কারণ জানালেন রিয়াদ

সর্বোচ্চ উইকেট শিকারে খুলনা টাইগার্সের দাপট

মুস্তাফিজ ও দেশি ক্রিকেটারদের প্রশংসায় ওয়াটসন

সর্বোচ্চ উইকেট শিকারে দেশিদের আধিপত্য

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রিয়াদ-মুস্তাফিজ