Scores

সাব্বিরকে দোষ দিলেন না মাশরাফি

৩৮২ রানের লক্ষ্যে নেমেও ৩৩৩ রান করতে পারা অবশ্যই ‘মুখের কথা’ নয়। তবে বাংলাদেশের লড়াকু প্রচেষ্টায় ম্যাচ জয় ধরা না দেওয়ায় কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সাব্বির রহমানকে।

মাশরাফিকে পাশে পাচ্ছেন সাব্বিরম্যাচের নায়ক ডেভিড ওয়ার্নার ইনিংসের শুরুতে ক্যাচ তুলে দিয়েছিলেন সাব্বির রহমানের হাতে। সাব্বির সেই ক্যাচ হাতছাড়া করার পর ওয়ার্নার গিয়ে থেমেছেন ১৬৬ রানে। সাব্বিরের ঐ মিসটাই তাহলে ম্যাচ হারের কারণ কী না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যথাসম্ভব পাশেই দাঁড়ালেন সতীর্থের।

Also Read - এটিই বাংলাদেশের সেরা দল: মাশরাফি

মাশরাফি বলেন, ‘এই ধরনের ম্যাচে যেকোনো কিছু হতে পারে। ডেভিড ওয়ার্নার পরে ১৫০ এর বেশি রান যোগ করেছে। এই সুযোগগুলো নিতে হবে। তবে খেলায় এগুলো হয়। এমন হতে পারে।’

বিশ্বকাপে সাব্বির এই প্রথমবার সুযোগ পেয়েছেন একাদশে। যদিও ফেরাটা সুখকর হয়নি। ব্যর্থ ছিলেন ব্যাট হাতেও। মাশরাফি বলেন, ‘উইকেট ভালো ছিল, দুই দলই প্রথমে ব্যাট করতে চাচ্ছিল। কিছু সুযোগ সৃষ্টি করেছিলাম, কাজে লাগাতে পারতাম। বড় দলকে হারাতে হলে সুযোগগুলো কাজে লাগাতে হয়। ঠিক সময়ে উইকেট তুলে নিতে না পারাই বড় স্কোর হওয়ার মূল কারণ ছিল।’

আর শেষদিকে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটিংই ম্যাচ টাইগারদের কাছ থেকে দূরে নিয়ে গেছে, মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক ,‘তাও মনে করছি ৪০ ওভার পর্যন্ত আমরা ঠিক পথে ছিলাম। হয়ত ওদের উইকেট পড়েনি। শেষের ওভারগুলোতে ৭-৮ রান করে দিতে পারতাম যদি। ৬ ওভারে ১০০ রানের মত হয়েছে, এটাও অনেক খরুচে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

সর্বোচ্চ রেটিং পেলো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচগুলো

চট্টগ্রাম টেস্টের স্মৃতি নিয়ে ক্যারিয়ারের ‘শেষ’ দেখছেন ম্যাক্সওয়েল

এবার পুরো অস্ট্রেলিয়া দলের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ অশ্বিনের

পুকোভস্কি-গ্রিনরা প্রাইমারি স্কুলের ক্রিকেটার!

সিডনির ঘটনায় ভারতকে খেলা ছাড়তে বলেছিলেন আম্পায়ার