মাশরাফির কাছে ম্যারাডোনাই সবচেয়ে বড় সুপারস্টার
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকের মাতম গোটা ক্রীড়াবিশ্বে। আর্জেন্টিনার সাবেক এই কিংবদন্তি ফুটবলার বুধবার (২৫ নভেম্বর) মাত্র ৬০ বছর বয়সে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ম্যারাডোনার পায়ের জাদুর বড় ভক্ত। একাধিক সাক্ষাৎকারে ম্যারাডোনার প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেছেন। সেই ম্যারাডোনার মৃত্যুতে মাশরাফি ব্যথিত হওয়াটাই স্বাভাবিক।
Also Read - ম্যারাডোনার প্রয়াণে সাকিবের আবেগঘন বার্তাএক ফেসবুক বার্তায় মাশরাফি বলেন-
‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’
ছোটখাটো গড়নের ম্যারাডোনা বাঁ পায়ের জোরালো শটে অনায়াসে পরাস্ত করতেন প্রতিপক্ষকে। তার শৈল্পিক ফুটবলের কারণে ফুটবল ভক্তদের বড় একটি অংশ ম্যারাডোনাকেই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মানেন। আর্জেন্টিনার প্রতি ফুটবল ভক্তদের অনুরাগের অন্যতম বড় কারণও তিনি।
ম্যারাডোনার মৃত্যু তাই বিষাদের কালো রেখা টেনে গেছে মাশরাফি বিন মুর্তজার মত আর্জেন্টিনা ভক্তদের মনে। মাশরাফি আরও বলেন, ‘তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার ডিয়াগো আরমান্দো মারাদোনা।’
শোকের পরে শোক চলছে।
তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না।
ব্যক্তি জীবনে তুমি আমার…Posted by Mashrafe Bin Mortaza on Wednesday, November 25, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।