Scores

মাশরাফির চাওয়াতেই ওয়ানডে দলে সাব্বির!

এশিয়া কাপ সহ মোট তিনটি সিরিজের পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান। দলে তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা-সমলোচনা কম হচ্ছেনা। তবে সবকিছু ছাপিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন মূলত মাশরাফি ও টিম ম্যানেজমেন্টের চাহিদাতেই দলে নেওয়া হয়েছে সাব্বিরকে।

বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!

নিষেধাজ্ঞার মেয়াদ এখনো শেষ হয়নি সাব্বির রহমানের। শেষ হওয়ার আগেই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে তাকে। মূলত নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস কমিয়ে ফেব্রুয়ারি থেকে জানুয়ারিতে আনা হয়েছে। আর এতেই দলে সুযোগ মেলেছে তার। তার অন্তর্ভুক্তি নিয়ে কম প্রশ্ন নেই। বিপিএলে মাত্র একটি ম্যাচে জ্বলে উঠেছে সাব্বিরের ব্যাট।

ঐ এক ম্যাচের পারফরম্যান্স কী দলে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট? অবশ্য প্রধান নির্বাচক বলছেন অন্য কথা। মূলত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে সাব্বিরকে।

Also Read - নাঈম-শফিউলের থাকা-না থাকা নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা


“এটা মূলত অধিনায়কের পছন্দে হয়েছে। ও খুব জোরালোভাবে দাবি জানিয়েছিল সাব্বিরকে নেওয়ার। মাশরাফি এমন একজন ব্যাটসম্যান চাচ্ছে যে ৬-৭ নম্বরে ফাস্ট বোলারকে মোকাবিলা করতে পারবে ভালোভাবে। ঐখানকার কন্ডিশন কিন্তু ভিন্ন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কন্ডিশনকে মাথায় রেখে তাকে দলে রাখা হয়েছে। অধিনায়ক তার ব্যাপারে অনেক আশাবাদী। আমিও আশা করছি সাব্বির পুরোপুরি ফর্মে ফিরে আসবে।”

“দল চূড়ান্তর আগে যে বৈঠকটা হয় সেখানে তিনটা সভা করি। সেখানে দলের অধিনায়ক, হেড কোচের সঙ্গেও আলোচনা করা হয়। তাদের চাওয়াতেই দলে রাখা হয়েছে সাব্বিরকে। এছাড়াও একটা সিরিজ অনেকদিন পরে খেলছে সাব্বির। নিউজিল্যান্ডের কন্ডিশন এখানের চেয়ে আলাদা। টিম ম্যানেজমেন্ট যদি একজন ক্রিকেটারের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে নির্বাচক প্যানেল সেটা নিয়ে ভাবতে পারে। আমাদের কাছে দলের চাওয়াটাই আগে।”

আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয়টি হবে ১৬ ফেব্রুয়ারি এবং সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের পরেই আরম্ভ হবে টেস্ট সিরিজ।

আরও পড়ুনঃ যে কারণে দল থেকে বাদ ইমরুল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করল এসিসি

বিয়ে করলেন রাহী

ঢাকার বাইরের দুই ভেন্যুতে ডিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির

তামিমকে তাঁদেরও স্যালুট

পেসারদের ভিডিও কলে পরামর্শ দিচ্ছেন গিবসন