
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ বিজ্ঞাপনের খরচ বাঁচিয়ে বেঁচে যাওয়া অর্থ খরচ করছে দেশের কল্যাণে। রাষ্ট্রায়ত্ব সেবাদাতা প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে অভিভূত হয়ে মুগ্ধতার কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার তার আহবানে সাড়া দিয়ে প্রতিষ্ঠানটি নড়াইলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসের কারণে নড়াইলে যেসব ব্যবসার কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের নগদের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এই দাতব্য কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ সময় নগদের পক্ষ থেকে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
নিজ জেলা নড়াইলে নগদের মহৎ এই উদ্যোগের প্রশংসা করে নড়াইল-২ আসনে সংসদ সদস্য মাশরাফি জানান-
‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদকে ধন্যবাদ। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে- এই স্লোগানকে সামনে রেখে নগদ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, আমি এজন্য নগদ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই সংকটে বিত্তবান ও ব্যবসায়ীরা খেটে খাওয়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন। সবাই মিলে মানুষকে সহযোগিতা করলে কোনো সংকটই সংকট তৈরি করতে পারবে না।’
এদিকে জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে নগদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশ এখন গভীর সংকটে। এতকিছুর পরও নগদ দেশ, মানুষ আর কর্মীদের জন্য নিয়েছে নানা রকম মানবিক পদক্ষেপ। নগদ মনে করে-মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।