মাশরাফির নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপে ফর্মহীনতার কারণে সমালোচনায় বিদ্ধ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গুঞ্জন উঠেছিল এবার তিনি অবসরে যেতে পারেন। তবে তিনি নিজেই বিশ্বকাপের মাঝপথে জানিয়েছিলেন এখনিই অবসরের কথা ভাবছেন না। সেটাকে সত্যি করে আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাশরাফি।
শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সাথে বৈঠকে বসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনা শেষে জানান হয় মাশরাফির নেতৃত্বেই শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ।
মাশরাফির শ্রীলঙ্কা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক নান্নু। অর্থাৎ এখনই যে এই ডানহাতি পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন না সেটা নিশ্চিত হওয়া গেল।
বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্রন ১টি উইকেট পেয়েছিলেন তিনি। বাংলাদেশ দলও করতে পারেনি আশানুরূপ ফলাফল। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও, বিশ্বকাপ শেষ করতে হয়েছে অষ্টম স্থানে থেকে। বিশ্বকাপ চলাকালীন সময়েই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।
প্রসঙ্গত, সোমবার (৮ জুন) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কর্তৃক প্রকাশিত সূচিতে জানা গেছে, সফরের উদ্দেশে আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এক সপ্তাহেরও বেশি সময়ের এই সফরে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
একনজরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি
তারিখ | ম্যাচ/যাত্রা | ভেন্যু |
২৬ জুলাই ২০১৯ | ১ম একদিনের ম্যাচ (দিবারাত্রি) | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো |
২৮ জুলাই ২০১৯ | ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো |
৩১ জুলাই ২০১৯ | ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো |
১ আগস্ট ২০১৯ | শ্রীলঙ্কা ত্যাগ করবে বাংলাদেশ দল |
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।