Scores

মাশরাফির প্রেরণা নিয়ে প্রস্তুত সাইফরা

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে বাংলাদেশের যুবাদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান জানিয়েছেন বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত তার দল। বিশ্বকাপে ভালো করতে সাইফদের প্রেরণা ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির প্রেরণা নিয়ে প্রস্তুত সাইফরা
                                             অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে কথা বলছেন মাশরাফি

সোমবার নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন সাইফরা। রোববার বিশ্বকাপের আগে সাইফদের সাথে কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে সবাইকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন তিনি। পরামর্শ দেন ২০১৫ সালে নিউজিল্যান্ডের মাটিতে খেলা বিশ্বকাপের অভিজ্ঞতার ঝুলি থেকে। মাঠে খেলার সময় চাপমুক্ত থাকতে বলেন তিনি।  সাফল্য পেতে হলে মাঠে প্রত্যেকের নিজের দায়িত্ব পালন করতে বলেছেন মাশরাফি।

মাশরাফির  দেওয়া সমর্থনকে অনুপ্রেরণার উৎস হিসেবে ধরে নিচ্ছেন সাইফরা। মিরপুরে রোববার অনুশীলন করে তারা। অনুশীলন শেষে সাংবাদিকদের সাইফ হাসান বলেন, “মাশরাফি ভাই আমাদের আগেও অনুপ্রেরনা জুগিয়েছেন। উনি সব সময় আমাদের সমর্থন করেন। তার অনুপ্রেরণা অনেক উঁচু পর্যায়ের।” বিশ্বকাপে মাশরাফির প্রেরণা কাজে দিবে বলে বিশ্বাস সাইফের।

Also Read - শ্রীলঙ্কাকে ভারতের ধবলধোলাই


সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক সাইফ। নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে বাংলাদেশের কন্ডিশনের আকাশপাতাল তফাৎ। সেখানকার আবহাওয়া আর উইকেটের সাথে নিজেদের মানিয়ে নিতে কিছুটা আগেই নিউজিল্যান্ডের বিমান ধরছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ডানেডিনে ১০ দিনের ক্যাম্পে অংশ নিবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এ ক্যাম্প আরো আত্মবিশ্বাসী করে তুলেছে সাইফকে।

সাইফ বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভালো। সবার আত্মবিশ্বাস খুব ভালো পর্যায়ে আছে। আমরা আগে নিউজিল্যান্ড যাচ্ছি। এটা অবশ্যই আমাদের এগিয়ে রাখবে।”

ডানেডিনে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ক্রাইস্টচার্চ যাবে বাংলাদেশ। ১৩ জানুয়ারিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে তরুণ বাঘেরা।

এক নজরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো :

১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া
১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা
১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড

আরো পড়ুনঃ সাইফদের মাশরাফির টোটকা 

Related Articles

তৃতীয় পরীক্ষায়ও ‘নেগেটিভ’ যুবা ক্রিকেটার, যোগ দিচ্ছেন ক্যাম্পে

দুইদিন পেরোতেই করোনা ‘পজিটিভ’ থেকে ‘নেগেটিভ’ যুবা ক্রিকেটার

দ্বিতীয় দফা পরীক্ষায় এক ক্রিকেটারের করোনা শনাক্ত

করোনা পরীক্ষা : প্রথম দিনে নমুনা দিলেন ২৭ ক্রিকেটার

৪৫ ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প