Scores

মাশরাফির স্বপ্ন বিশ্বকাপের সেমিফাইনাল

ক্যারিয়ারের শেষদিকে এসে পৌঁছেছেন। বড় ধরণের চোটও এতটুকু টলাতে পারে না তাকে। পায়ে ইনজেকশন গেঁথেই চলছে মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট জীবন। আগামী বছর ইংল্যান্ডে বসবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে মাশরাফির নেতৃত্বেই আসরে অংশ নেবে বাংলাদেশ।

মাশরাফির-স্বপ্ন-বিশ্বকাপের-সেমিফাইনাল
মাশরাফির নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মত নকআউট পর্বে খেলেছিল বাংলাদেশ। ফাইল ছবি

ঐ আসরকে সামনে রেখে বাংলাদেশ দলের মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেছে এখনই। নতুন কোচিং স্টাফ, দল বাছাই ও গঠন প্রভৃতি কাজে বেশ মনোযোগী খেলোয়াড় ও বোর্ড কর্তারা। এরই মাঝে মাশরাফি জানালেন, তার স্বপ্ন আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলা।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪’র সাথে আলাপকালে দেশসেরা পেসার বলেন, স্বপ্ন দেখতে তো দোষ নেইস্বপ্ন দেখতে না শিখলে কোনো কিছু অর্জনও করা যায় নাযেভাবে বললাম, সেভাবে আলাদা করে চিন্তা করে দেখলে (সেমিফাইনালে খেলা) অসম্ভব তো নয়সবাইকে আমার মতো করেই ভাবতে হবে, তা জরুরি নয়তবে স্বপ্নটা সবার থাকতে হবে

Also Read - ব্যাটিংয়ে সুদিন ফেরাতেই সালমাদের দলীয় সাফল্য


মাশরাফির অভিমত, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এখন থেকে ভাবা জরুরি। আর সেটি অবশ্য করছেনও সংশ্লিষ্টরা। ভাবনার মত মাশরাফি গুরুত্ব দিচ্ছেন মাঠের প্রস্তুতিতেও।

‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘বিশ্বকাপ নিয়ে তো অবশ্যই ভাবতে হবে এখন থেকে। এখান থেকেই প্রস্তুতি শুরু। প্রতিটি সিরিজ এখন থেকে গুরুত্বপূর্ণ। কিছু সুনির্দিষ্ট জায়গা আছে, যেখানে কিছু ক্রিকেটারকে নিয়ে এখন থেকেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বিশ্বকাপে যাকে আমরা চাই, তাকেও তো পর্যাপ্ত সময় আমাদের দিতে হবে।’

বিশ্বকাপে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে কাকে চান মাশরাফি? এমন আকর্ষণীয় প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর, এই মুহূর্তে বিজয়ের (এনামুল হক) ওপর পুরো বিশ্বাস রাখতে চাইত্রিদেশীয় সিরিজে দলে ছিল, এই সিরিজে আছেযেহেতু তাকে দলে নেওয়া হয়েছে, আমি দ্বিতীয় কাউকে নিয়ে চিন্তা করত চাই নাচাইব, সে সুযোগটা লুফে নিক

আরও পড়ুন: প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

“ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়ে দাও!”

সাকিবকে সামলাতে অস্ট্রেলিয়ার পদক্ষেপ

রশিদের ম্লান বোলিংয়ের দিনে আফগানিস্তানের বিশাল পরাজয়

পাকিস্তান দলকে নিষিদ্ধ করার জন্য আদালতে পিটিশন দাখিল!

শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলবে: স্টিভ ওয়াহ