মাশরাফি এখনও সিলেটের 'ক্যাপ্টেন'

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-02-02T18:47:36+06:00
আপডেট হয়েছে - 2024-02-02T18:47:36+06:00
মাশরাফি বিন মর্তুজার অধীনে গতবার ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে এবারের বিপিএলে সিলেট যেন ছন্নছাড়া। মাশরাফির অধীনে টানা ৫ ম্যাচ খেলে হেরেছে সবকটি ম্যাচে। এরপর মাশরাফি সংসদের হুইপের দায়িত্ব পালনে 'বিরতি' নিতেই দল পেল প্রথম জয়। তবে এর পেছনেও অবদান আছে মাশরাফির।
কারণ মাশরাফি এখনও সিলেটের 'ক্যাপ্টেন'। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দলের সাথে না থাকলেও দলের সব সিদ্ধান্ত কিংবা পরিকল্পনায় জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। শুধু তা-ই নয়, মাশরাফির অধীনে ৫ ম্যাচ হার নিয়ে যারা করছেন সমালোচনা, তাদের উপর নাখোশ ফ্র্যাঞ্চাইজি।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে দলের প্রথম জয়ের পর সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, 'মাশরাফি ভাই এখনও আমাদের ক্যাপ্টেন। উনার অনুপস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে কীভাবে চলবো, সবসময় সবকিছুর সাথে উনি যুক্ত আছেন। আজকে সকালেও কথা হয়েছে। আপনারা সবাই জানেন উনার ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না।'
'বাংলাদেশের ক্রিকেটে এমন অনেকে আছে, বাংলাদেশের ক্রিকেটে তাদের যে অবদান এটা শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট দিয়ে বিচার করতে পারবেন না। বাংলাদেশের ক্রিকেটে উনাদের অনেক অবদান। আমাদের সবার উচিৎ, যারা বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান রাখা।'
জয়ের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনেনি সিলেট। আগের ম্যাচগুলোতে ভাগ্য পক্ষে না থাকায় সাফল্য আসেনি, মনে করেন মিঠুন, 'আমার যেমন জেতা চাওয়া ছিল, মাশরাফি ভাইয়েরও একই চাওয়া ছিল। উনি উনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা গ্যারান্টি দিয়ে জিততে পারব না। প্রক্রিয়াটা ঠিক রাখতে পারব। দলের বোঝাপড়া ও পরিবেশ ঠিক রাখতে পারব। আমরা সেটাই চেষ্টা করছি। ভাগ্যেরও অনেক বিষয় আছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।