Scores

মাশরাফি যখন লিখনের মেন্টর

দুই দিন আগেই লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে প্রাথমিক দলে দেখার ইচ্ছে পোষণ করেছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল উইন্ডিজ সফরের জন্য ৩১ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে জায়গা হয়নি লিখনের। অথচ গত আড়াইমাস নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন এই লেগি।

মাশরাফি যখন লিখনের মেন্টরনিজেকে ফিট রাখতে খেপ খেলে বেড়াচ্ছেন তিনি। গত দুই-আড়াই মাস যে পরিশ্রম সেটার কথা জানা ছিল মাশরাফির। বলেছিলেন অনুশীলন দেখার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কতটা উন্নতি করতে পেরেছে জুবায়ের। অবশেষে আজ ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে যথারীতি বোলিং অনুশীলন করছিলেন জুবায়ের। এর মাঝেই মাঠে প্রবেশ করলেন মাশরাফি। ওয়ানডে অধিনায়কের সঙ্গে ছিলেন তামিম ইকবালও।

Also Read - আরব আমিরাতের সাথে চুক্তি করলো কারস্টেন

পায়ের থেরাপির জন্য তামিম চলে গেলে, বেশ কতক্ষণ মনোযোগ দিয়ে জুবায়েরের বোলিং দেখছিলেন মাশরাফি। কয়েকটি বল করার পরেই লাইন, লেন্থ, ফ্লাইট দেখাচ্ছিলেন মাশরাফি। তার টিপস শুনে আরও কয়েকটি বল করলেন জুবায়ের। মাশরাফির পরামর্শ মত ওইভাবেই বল করলেন জুবায়ের। তারপর তামিমকে ডেকে জুবায়েরের বোলিং দেখতে বললেন মাশরাফি।

মূলত একজন মেন্টরের যে কাজ, মাশরাফি সেটিই করলেন জুবায়েরের জন্য। তামিম চলে গেলেও জুবায়েরের বোলিং দেখছিলেন মাশরাফি। ওয়ানডে অধিনায়কের আগে জুবায়েরের সঙ্গে বোলিং নিয়ে কাজ করেছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাছাড়া নিয়মিতই মেন্টর হুমায়ন কবিরকে সাথে নিয়ে বোলিং করে যাচ্ছেন জুবায়ের।

জাতীয় দলের আপাতত অনুশীলন না থাকলেও বিসিবির পক্ষ থেকে অনুশীলনের জন্য সব ধরণের সহায়তা পাচ্ছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। মূলত নিজের অবহেলায় ফিটনেস হারানোর কারণে জাতীয় দলে সুযোগ হয়নি লিখনের। চন্ডিকা হাথুরুসিংহের অধীনে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই লেগ স্পিনার। নজরে ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচের।

জাতীয় দলের হয়ে ৬ টেস্টে ৩০ গড়ে ১৬ উইকেট পেয়েছেন জুবায়ের এবং ৩ ওয়ানডে খেলে পেয়েছেন চার উইকেট। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। তারপরেই জাতীয় দলে ফিরতে রীতিমত সংগ্রাম করে যাচ্ছেন এই লেগ স্পিনার।

আরও পড়ুনঃ ৩১ সদস্যর প্রাথমিক দলেও নেই জুবায়ের


Related Articles

আফগানদের উড়িয়ে দিয়েও বাদ পড়ে বাংলাদেশ

যুবাদের ক্রিকেটে বাংলাদেশের যত হ্যাটট্রিক

বিপিএলে দল পেলেন লেগস্পিনার লিখন

লেগ-স্পিনার দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা ঢাকা-রংপুরের

লিখন-রিশাদকে দলে না নেওয়ায় বরখাস্ত দুই কোচ!