মাশরাফি-রিয়াদের বাদ পড়া নিয়ে মুখ খুললেন সাকিব
ওয়ানডে দল থেকে প্রথমবার বাদ পড়লেন মাশরাফি বিন মুর্তজা, অন্যদিকে টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ক্যারিবীয় সিরিজকে সামনে রেখে দেশের ক্রিকেট অঙ্গন তপ্ত এই দুই ইস্যুতে। এরই মাঝে মাশরাফি-রিয়াদের না থাকার বিষয়ে মুখ খুলেছেন আরেক তারকা সাকিব আল হাসান।
টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব প্রত্যাশা ব্যক্ত করেছেন, পারফরম্যান্স দিয়ে মাশরাফি-রিয়াদ দুজনই ফের ফিরবেন দলে, যে দলে আপাতত ব্রাত্য তারা। দুইজনের অন্তর্ভুক্তি দেখতে না পেয়ে সমর্থকদের বড় অংশ হতাশ হলেও নির্বাচকদের সিদ্ধান্তে সম্মান জানাচ্ছেন সাকিব।
Also Read - প্রথম দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সকল ক্রিকেটাররিয়াদের বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ব্যাপার। তবে এক সিরিজে বাদ পড়া মানেই একেবারে বাদ পড়া নয়। উনি যেভাবে সবসময় লড়াই করে কামব্যাক করেছেন, পরের সিরিজেই এমন হতে পারে। পরের টেস্টের আগে অনেক বিরতি আছে, এই সময়ে নতুন করে ভাবনার সুযোগ থাকবে। ঘরোয়া ক্রিকেট হলে নির্বাচকরা পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন।’
মাশরাফি নেই দলে, অথচ বাংলাদেশ খেলবে ওয়ানডে- নিঃসন্দেহে অচেনা দৃশ্যের অবতারণা হওয়ার অপেক্ষা। সাকিবের কাছেও মাশরাফিহীন এই সময়টা ‘কঠিন’। তিনি জানান, ‘কঠিন একটা সময়, কিন্তু বাস্তবতা এটাই। যেহেতু উনি এখনো নিজেকে প্রস্তুত রেখেছেন… বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেশ আশানুরূপ পারফরম্যান্সই ছিল। সামনে যদি প্রিমিয়ার লিগ বা ওয়ানডে ফরম্যাটের খেলা হয়, সেখানে যদি উনি ভালো করেন, তাহলে নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে না ভাবার কোনো কারণ নেই।’
সম্প্রতি ১০ বছর পর জাতীয় দলে ফিরে শতক হাঁকিয়েছেন পাকিস্তানের ফাওয়াদ আলম। সাকিবের বিশ্বাস, ফাওয়াদের মত কামব্যাকের নজির করবেন মাশরাফি-রিয়াদরা।
তিনি বলেন, ‘কোনো খেলোয়াড় অবসর নেওয়ার আগপর্যন্ত এই সুযোগ খোলা থাকে। আমি যদি পাকিস্তানের ফাওয়াদ আলমের উদাহরণ দেই, ওর প্রথম, টেস্ট সেঞ্চুরির ১০ বছর পর ফিরে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সে যেহেতু করতে পেরেছে, তাহলে তাদেরও যদি ইচ্ছা থাকে আর পারফরম্যান্সও ভালো হয়, সুযোগ মিলতেই পারে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।