Scores

মায়শাকে বাঁচাতে তাসকিনের আহবান

নানা রকম সামাজিক কর্মকান্ডে প্রায়শই দেখা যায় ক্রিকেটার তাসকিন আহমেদকে। এবার মায়শা নামের অসুস্থ এক ছোট মেয়ের পাশে দাঁড়ালেন এই তরুণ ক্রিকেটার।

তৃতীয় শ্রেনীতে পড়া এই মেয়েটির বয়স ১১ বছর। এরি মাঝে তার দুইটি কিডনী নষ্ট হয়ে গেছে। শিশুটিকে বাঁচাতে জরুরী কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মায়শার ডায়ালোসিস করানো হচ্ছে। আর এই চিকিৎসার উপর বেঁচে আছে সে।

কিন্তু সামনে তার বাহিরের দেশে চিকিৎসা করার জন্য প্রায় ৩০ লক্ষের মতো টাকার প্রয়োজন। অন্যদিকে মায়শার বাবা-মায়ের ক্ষেত্রে এই ভার বহন করা সম্ভব না। তাসকিন আহমেদ নিজের পক্ষে যতোটা করা সম্ভব করছেন। এরপরেও প্রয়োজন সবার সাহায্য। তাই তাসকিন সবার কাছে সাহায্য চেয়েছেন ।

Also Read - বিসিসিআইয়ের বিরুদ্ধে অবস্থান চার ক্রিকেট বোর্ডের


নিজের ফেসবুক পেজে একটি ভিডিও এর মাধ্যমে তাসকিন সবার কাছে নিজেদের অবস্থান থেকে সাহায্য করতে বলেন। ভিডিওতে তাসকিনের সাথে ছিলেন মায়শা ও তার মা।

মায়শাকে সাহায্য করতে যোগাযোগ করার ঠিকানাঃ

মোবাইল নাম্বারঃ ০১৯৬৯৬৫৮৩০৭
বিকাশ নাম্বারঃ ০১৯৪০৪৯৯৮৮১
ব্যাংক অ্যাকাউন্টঃ মিসেস মঞ্জুয়ারা বেগম
অ্যাকাউন্ট নাম্বারঃ এস.বি ০০২০৬৮৯৭৪, সোনালী ব্যাংক, বনানী বাজার ব্রাঞ্চ, ঢাকা।
আর একটি অ্যাকাউন্ট নাম্বারঃ ২০৫০১৭৭০২০৩৩০৯৭০৬, ইসলামী ব্যাংক, গুলশান ব্রাঞ্চ, ঢাকা।

মায়শাকে সাহায্য করুন পাশাপাশি সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টেস্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন তাসকিন

বিপিএল এলে ‘আনন্দ কাজ করে’ তাসকিনের

তাসকিন-নাইম-মুস্তাফিজদের নিয়ে রংপুরের লড়াকু দল

মাঠে ফিরেই তাসকিনের নজরকাড়া পারফরম্যান্স

তাসকিনের খোঁজ নিলেন সৌরভ গাঙ্গুলি