
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সন্নিকটে। ঈদের প্রাক্বালে মায়েদের প্রতি ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রিকেটার সত্তার পাশাপাশি মাশরাফির এখন আরও একটি পরিচয় আছে- নড়াইল-২ আসনের সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামীলীগের ব্যানারে রাজনীতিতে আসা মাশরাফি নিজ জেলার ছাত্রলীগ নেত্রীবৃন্দের মায়েদের হাতে তুলে দিয়েছেন ঈদের উপহার।
নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলার ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি নড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মায়েদের ঈদ উপহার পাঠান মাশরাফি। ঈদ উপহারের মোড়কে লেখা ছিল-
‘মায়ের জন্য ভালোবাসা। মাননীয় সংসদ সদস্য, জনাব মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে আপনার মায়ের সম্মানে ছোট উপহার। ঈদ মোবারক।’
চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মাশরাফি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তার সাহসী নেতৃত্বে নড়াইলে করোনা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিও হচ্ছে। এত ঝক্কি-ঝামেলার মধ্যেও মাশরাফি ভুলেননি ঈদ উৎসবের কথা।

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার (২৫ মে)। শনিবার (২৩ মে) দেশের কোথায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই মোতাবেক এবার পবিত্র রমজান মাস হবে ৩০ দিনের। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইউরোপ অঞ্চলে ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার (২৪ মে)। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ঘরে বসেই ঈদ পালন করবেন মুসলিমরা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।