Scores

মায়ের দেশে সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন সাইফ

শ্রীলঙ্কার সাথে সাইফ হাসানের অন্যরকম সম্পর্ক আছে। তরুণ এই ওপেনারের নানাবাড়ি, অর্থাৎ মায়ের বাড়ি শ্রীলঙ্কায়। ঘটনাক্রমে সাইফের মা এবং পুরো পরিবার এখন বাংলাদেশে থাকেন। কিন্তু খেলার টানে সাইফ এ মুহূর্তে শ্রীলঙ্কায়।

সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন সাইফ
সাইফ হাসান

স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শুধু সাইফ নন, গোটা বাংলাদেশ দলই এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। ইতোমধ্যে টাইগারদের হয়ে দুটি টেস্ট খেলা সাইফ আছেন লঙ্কা সফররত প্রাথমিক স্কোয়াডে। দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান মূল স্কোয়াডে সুযোগ পেলে নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে আছেন।

সাইফ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় খুব ভালো প্রস্তুতি হয়েছিল, আমরা যারা বাইরে ছিলাম। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষেও ভালো সিরিজ হয়েছে। এনসিএলও ভালো প্রস্তুতি ছিল। সব মিলিয়ে প্রস্তুতি ভালো ছিল। আশা করি ঐ পারফরম্যান্সগুলো এখানে কাজে লাগবে।’

Also Read - কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করল টাইগাররা


ইদানীং খেলতে নামলেই হাসছে সাইফের ব্যাট; হোক তা জাতীয় লিগ, কিংবা হোক ইমার্জিং দলের ম্যাচ। রান ফোয়ারা তাকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। সাইফের ভাষায়, ‘অবশ্যই, রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে। ব্যাটিং প্রস্তুতি, ফিটনেস- সবকিছু খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলিনি। কিন্তু দলের সাথে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল। প্রস্তুতি ও আত্মবিশ্বাস ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াই শুরুর আগে বাংলাদেশ দলের লড়াই দ্বীপদেশটির তপ্ত আবহাওয়ার সাথে। মানিয়ে নেওয়ার জন্য সাইফের দৃষ্টি ১৭ ও ১৮ এপ্রিলের প্রস্তুতি ম্যাচটিতে। তিনি বলেন, ‘সামনের প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার এটাই সুযোগ। উইকেট কেমন হতে পারে তা এই ম্যাচ খেলেই আমাদের বুঝতে হবে। ম্যাচের মত প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ 

‘যারাই সুযোগ পাবে, সেট হতে পারবে তাদের বড় ইনিংস খেলতে হবে। একটা স্কোর যদি পাই, দলের জন্য ভালো হবে।’– বলেন সাইফ।

Related Articles

চেনা কন্ডিশনে পেসারদের দায়িত্বশীলতা চান সাইফউদ্দিন

রোজা রেখে হার্ড ওয়ার্ক করছি, আমরা আশাবাদী : সাইফউদ্দিন

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাকারিয়া

অনভিষিক্ত দুই পেসারকে নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

ডমিঙ্গোকে ‘বলির পাঁঠা’ না বানানোর আহ্বান সুজনের