Scores

মা হারালেন নাসুম আহমেদ

খেলাধুলা নেই, নেই অনুশীলন। নাসুম আহমেদের সময় কাটছিল পরিবারের সাথেই। তবে এরই মধ্যে পেলেন সবচেয়ে কষ্টের খবর। শারীরিক অসুস্থতায় মৃ’ত্যুবরণ করেছেন তার মা।

নাসুমকে বিশ্বমানের বোলার মনে করেন চট্টগ্রামের কোচ

নাসুমের মা শিরিয়া বেগম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবিবার (২১ জুন)। হুট করে অসুস্থ হয়ে তার অকালমৃ’ত্যু ঘটে। রবিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করছিলেন তিনি। দ্রুত তাকে সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

Also Read - সড়ক দুর্ঘটনায় জখম আফগান ক্রিকেটার জাজাই


মৃ’ত্যুকালে শিরিয়া বেগমের বয়স হয়েছিল ৫২ বছর। বাদ জোহর সিলেট নগরীর মানিক পীর টিলা কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ নাসুম সাম্প্রতিক সময়ে নজরকাড়া সাফল্য পাচ্ছিলেন। ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো করার সুবাদে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে দলভুক্ত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টি ক্রিকেটেও আঁটসাঁট বোলিং করে দারুণ সুনাম কুড়ান সিলেটের এই বাঁহাতি স্পিনার।


ভালো করার সুবাদে সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। যদিও ম্যাচ খেলার সুযোগ হয়নি। এর পরপরই করোনাভাইরাসের প্রকোপে ক্রিকেট বন্ধ হয়ে যায়। ফের মাঠে ফেরার আগে মাকে হারানোর করুণ খবর পেতে হল নাসুমকে।

নাসুমের মা শিরিয়া বেগমের মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছে বিপিএলে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফেসবুকে জানানো এক শোক বার্তায় দলের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। এছাড়া নাসুমের অনেক বন্ধু ও সতীর্থও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিউজিল্যান্ডে আকাশ পরিস্কার, তাই ক্যাচ ছেড়েছে বাংলাদেশ!

কনওয়ের ক্যাচ নিয়েই যত আক্ষেপ নাসুমের

দলের সবচেয়ে কিপ্টে বোলার হয়েও নিজেকে সফল মানতে আপত্তি নাসুমের

অভিষিক্ত নাসুমের প্রশংসায় রিয়াদ

জাতীয় দলে ঢোকার ‘লোভ’ পেয়ে বসেছিল নাসুমকে