মিঠুনের অর্ধশতকের পরও সাদামাটা বোলিংয়ে পিছিয়ে টাইগাররা
ওয়েস্ট 'এ' দলের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাংলাদেশ
তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে অর্ধশতক হাঁকিয়েছেন মিঠুন। তবে বাংলাদেশ 'এ' অল-আউট হয়েছেন ১৬৭ রানে। জবাবে তিন উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল।
৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। আগের ৪২ রানে অপরাজেয় থাকা মিঠুন স্পর্শ করেন অর্ধশতক। তবে অর্ধশতক হাঁকিয়েই আউট হন তিনি। ৮৫ বলে ৫০ রান করে উইকেটরক্ষকের তালুবন্দী হন এই ডানহাতি ব্যাটার। নাঈম হাসান থামেন ৬০ বলে ২৭ রান করে।
রেজাউর রহমান রাজা ৪৫ বলে ১৩ রান ও এনামুল হক ৩৯ বলে ২ রান করে আউট হলে বাংলাদেশ 'এ' দলের ইনিংসের পরিসমাপ্তি ঘটে। ৬০.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের মারকুইনো মাইন্ডলে পাঁচটি ও জাস্টিন গ্রেভস তিনটি উইকেট নিয়েছেন।
স্বল্প সংগ্রহের জবাব দিতে নেমে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। স্বাগতিকরা উদ্বোধনী জুটিতে তোলেন ৭৮ রান। জেরেমি সলোজানোকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রাজা। সলোজানো করেন ৯৮ বলে ৩২ রান।
দ্বিতীয় উইকেটে ৩২ রানের জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারাইন চন্দরপল রান-আউট হলে ভাঙে এই জুটি। ত্যাগনারাইন করেন ১২০ বলে ৪৮ রান। কিচি কার্টিকে শিকার করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন নাঈম। ৬৩ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন কার্টি।
দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন উইকেটে ১৬৫ রান। জশুয়া ডি সিলভা ৫৭ বলে ১৪ রান ও টেভিন ইমলাচ ৪৭ বলে ২৩ রান নিয়ে ক্রিজে আছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ 'এ' দল ১৩৫/৬ (৪৩ ওভার) মিঠুন ৫০, নাঈম ২৭, সাইফ ২০, সাদমান ১৭, জয় ০; মাইন্ডলে ৫/৫৯, জাস্টিন ৩/২৬।
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল ১৬৫/৩ (৬৩ ওভার) ত্যাগনারাইন ৪৮, কার্টি ৩৭, সলোজানো ৩২, ইমলাচ ২৩*, জশুয়া ১৪*; নাঈম ১/৩২, রাজা ১/৪৯।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।