মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না
জাতীয় দলে থিতু হয়েছেন- এমনটি এখনই বলতে পারছেন না মোহাম্মদ মিঠুন। তবে প্রথমবারের মত টানা দুটি সিরিজ বা টুর্নামেন্টে খেলতে যাওয়া ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজে থাকছেন দলের অন্যতম বড় অস্ত্র হয়েই।
রবিবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন জানান বিভিন্ন বিষয়ে তার অভিমত। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ইনিংসে মুশফিকের মত ফিনিশিং টাচ দিতে না পারার আক্ষেপও তার কণ্ঠে।
মিঠুন জানান, আগ্রাসী ব্যাটসম্যান হলেও এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা ম্যাচে তিনি একটু ধীরেই খেলেছেন। তিনি বলেন, ‘আমি সাধারণত স্ট্রোক খেলোয়াড়। আমি স্ট্রোক খেলতেই পছন্দ করি। আর যখন একটা বড় ইনিংস খেলবেন তখন কিছু বড় শট দেখবেন, এটাই স্বাভাবিক। আমি সাধারণত পেস বলে সাইড স্ট্রোক খেলতে পছন্দ করি এবং স্পিনারদের বিপক্ষে পা ব্যবহার করে থাকি।’
Also Read - এপিএলে ছয় বলে ছয় ছক্কা!চাপে পড়লে স্বভাবজাত ব্যাটিং করাও যে কঠিন হয়ে যায়, সেটিও জানালেন মিঠুন, ‘আসলে চাপের মুখে ব্যাট করতে গেলে অনেক সময় লুজ বলও মিস হয়ে যায়। এটাই ক্রিকেট। তারপরও এসব নিয়ে কাজ করছি। সামনে অনেক সময় আছে। সামনেও এসব নিয়ে কাজ করব।’
ঐ ম্যাচে ব্যাটিং ধ্বস আটকে মুশফিকের সাথে মিঠুন গড়েছিলেন দারুণ জুটি। মুশফিক শতকের কাছে পৌঁছে গেলেও মিঠুন অবশ্য থেমেছিলেন ৬০ রানেই। ১ রানের জন্য শতক না পেলেও মুশফিক খেলেছিলেন ৪২ ওভার পর্যন্ত। মুশফিকের মত ব্যাট করতে না পারার আক্ষেপও তাই মিঠুনের কণ্ঠে, ‘মুশফিক ভাই যেভাবে শেষ করেছে, আমি সেভাবে শেষ করতে পারিনি। আমি মাঝপথে এসে আউট হয়ে গেছি। পরেরবার এমন অবস্থা হলে চেষ্টা করব অবশ্যই শেষ করে আসার। আমি ওই জায়গা থেকে যদি শেষ করতে পারতাম, তাহলে আমি মূল চরিত্রে চলে আসতাম। এটা গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: আত্মবিশ্বাস বেড়েছে মিঠুনের