
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিয়াল ওয়ানডেতে মোহাম্মদ মিঠুন ও নাইম শেখের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ‘এ’ দল। অর্ধশতক পূর্ণ করে শতকের পথে হাঁটছেন মিঠুন। আর অর্ধশতকের দোয়ারে দাঁড়িয়ে নাইম।
দলীয় ৯৮ রানে ইমরুল কায়েসের বিদায়ের পর ২২ গজে জুট বাঁধেন মিঠুন ও নাইম। তৃতীয় উইকেট জুটিতে ইতোমধ্যে ৯৭ রানের জুটি গড়েছেন তারা।
৩ চার ও ৪ ছক্কায়.৬৯ রান নিয়ে ব্যাট করছেন মিঠুন। তার সাথে ক্রিজে অপরাজিত থাকা নাইমের ব্যক্তিগত সংগ্রহ এ মুহূর্তে ৪৯ রান। ৩ চার ও ছক্কায় ১ এ রান সংগ্রহ করেছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩৫ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১৯৫ রান।
উল্লেখ্য, প্রথম ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনে আজ মাঠে নেমেছে স্বাগতিকরা। ফজলে রাব্বি, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু খেলছেন না আজ। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন নাইম শেখ, আবু হায়দার রনি ও শফিউল ইসলাম।
অনেকটা জাতীয় দলের আদলে সাজানো বাংলাদেশ দলে আজও রয়েছেন লঙ্কা সফরের দলে ডাক পাওয়া তিন ক্রিকেটার। প্রস্তুতির ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে আজ খেলছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমানরা। প্রসঙ্গত, এ ম্যাচ শেষেই লঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন তারা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: ৩৫ ওভারে ১৯৫/২
বিজয় ২৬ (২৪), কায়েস ৪০ (৫৫), মিঠুন ৬৯* (৭৬), নাইম ৪৯ (৫৭)।
উইকেট পতন: ৫৬/১ (বিজয়), ৯৮/২ (কায়েস)
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।