Scores

মিঠুন নাকি আরিফুল?

সাব্বির রহমানের দল থেকে বাদ পড়ার পর থেকেই আলোচনায় কে নিবেন তাঁর জায়গা? এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ -নাজমুল হাসান শান্ত ও আরিফুল হক। এর বাইরে দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। তবে ছয় নম্বরে দেখা যাবে কাকে? সেই প্রসঙ্গে কিছুটা ধারণা দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

জাতীয় দলে সাব্বির রহমানের পারফরম্যান্স আশাব্যাঞ্জক ছিল না। ৫৪টি একদিনের ম্যাচের ৪৮ ইনিংসে ব্যাট করে ১০৫৪ রান করেছেন সাব্বির। গড় ২৪.৫১। পর্যাপ্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি এই ক্রিকেটার।এর বাইরে নানান নেতিবাচক কারণে ছিলেন আলোচনায়।এসব কারণে এশিয়া কাপের দলে জায়গা হয় নি সাব্বির রহমানের।
 
কিন্তু গুরুত্বপূর্ণ এই পজিশনে খেলবেন কে?টিম ম্যানেজমেন্টের নজরে আছে দুই ক্রিকেটার। একজন মোহাম্মদ মিঠুন আর একজন আরিফুল হক। বাংলাদেশের টি-টোয়েন্টিতে এই পজিশনে ব্যাট করতে দেখা গেছে আরিফুলকে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে মিঠুন। আয়ারল্যান্ডে এ’দলের বিপক্ষে ভালো করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাত ইনিংসে তিনটি অর্ধশত করেছিলেন মিঠুন।
 
ছয় নম্বর অবস্থান প্রসঙ্গে হাবিবুল বাশার বলেছেন, “যেহেতু সাব্বির রহমান অফফর্মে,তাই এই জায়গায় আমরা মিঠুন আলীকে চেষ্টা করে দেখতে চাই।  অন্যদিকে আরিফুলের ঘরোয়া লিগের পারফরম্যান্স কিন্তু ভালো। আপনি যদি ওর প্রথম শ্রেণির রেকর্ড দেখেন, সে কিন্তু বড় বড় সেঞ্চুরি করে। “
 
লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ২৫.৮৪ গড়ে করেছেন ১৬৫৪ রান। দুইটি শতক ও পাঁচটি অর্ধশতক রয়েছে আরিফুলের।
 
এদিকে জাতীয় দলে এক ম্যাচ খারাপ করলেই বাদ দেয়া হবে না শান্ত,মিঠুন,আরিফুলকে। এই তিন ক্রিকেটারকে পর্যাপ্ত সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বাশার। তিনি বলেন, “আমিসহ আমাদের নির্বাচকদেরও আরও ধৈর্য্য ধরতে হবে যেন তারা পর্যাপ্ত সুযোগ পায়। জাতীয় দলে অন্তত তিন-চারটা ম্যাচ খেলতে পারে।”
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Also Read - সাকিবের বিকল্প শান্ত

Related Articles

শ্রীলঙ্কায় যাচ্ছেন পাঁচ ক্রিকেটার

আউট হলেন আরিফুল, চাপে সফরকারীরা

জাকির-আরিফুলে লড়ছে অনূর্ধ্ব ২৩ দল

জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের পুঁজি ১৪২ রান

শহিদুলের ৫; ৭৯ রানে অলআউট কেএসসিএ