
টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ দল ঢাকা নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে হারের জন্য বোলিংকে দায়ী করলেও দ্বিতীয় ম্যাচে ঢাকার অধিনায়কের কাঠগড়ায় মিডল অর্ডার। নিজেকেসহ ব্যাটারদের দায়ী করেছেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৫ রানের বিশাল বড় সংগ্রহ জড়ো করেও ম্যাচ হারে মিনিস্টার ঢাকা। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতেও ব্যর্থ হয়েছে দলটি। টুর্নামেন্টের শুরুটা এখনো ভালো করতে না পারায় চিন্তিত ঢাকার অধিনায়ক রিয়াদ।
তিনি বলেন, “এই ধরনের টুর্নামেন্টে সূচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো সেই সূচনাটা পাইনি। ইতোমধ্যে দুইটা ম্যাচ গেছি। এখন থেকে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ছন্দ খুঁজে পেতে আমাদের অবশ্যই জিততে হবে।”
দুই ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন তামিম। প্রথম ম্যাচে মিডল অর্ডারে দ্রুতগতির ইনিংস খেলেছিলেন রিয়াদও। তবে দ্বিতীয় ম্যাচে রিয়াদ, আন্দ্রে রাসেল সবাই ব্যর্থ হয়েছেন। ফলে ম্যাচ জয়ের স্বপ্ন আর পূরণ হয়নি। এইজন্য মিডল অর্ডারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রিয়াদ বলেন,

“আজকের (গতকাল) ম্যাচে বোলাররা মোটামুটি ভালোই বোলিং করেছে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের একটা ভালো জুটি দরকার ছিল। উদ্বোধনে তামিম খুব ভালো ব্যাটিং করেছে। শুরুটাও ভালো ছিল। কিন্তু মাঝে আরও ভালো করতে হবে। আমারও দায়িত্ব আছে, আমিও সহজে আউট হয়ে গেছি। সবমিলিয়ে মিডল অর্ডারে আমাদের আরও চিন্তা করতে হবে কীভাবে আরও ভালোভাবে জুটি গড়তে পারি। কারণ সত্যি বলতে ব্যাটিংয়ের জন্য উইকেট দারুণ ছিল। এই উইকেটে ১৬০ রান তাড়া করা উচিত।”
তিনি আরও বলেন, “টি-টোয়েন্টি খেলাটা এমনই, একদিন বোলিং বিভাগ খারাপ করবে আবার একদিন খুব ভালো করবে। তাই কোনো না কোনো বিভাগকে অসাধারণ পারফর্ম করে সেটা কাভার করতে হবে। দুই ম্যাচেই আমরা আমাদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারিনি।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।</stron