Scores

মিডিয়ায় কথা বলার কোর্স করছেন মুশফিক!

বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন সময় দক্ষিণ আফ্রিকায় সংবাদ সম্মেলনে লাগামহীনভাবে কথাবার্তা বলা ও দলের অভ্যন্তরীণ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের তৎকালীন অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর থেকে গণমাধ্যমকে অনেকটা এড়িয়েই চলা পছন্দ করছেন তিনি।

রাজশানীর এক রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুশফিক।
রাজধানীর এক রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুশফিক।

যার প্রমাণ মিললো আজও। সোমবার রাজধানীর মিরপুরের ‘কড়াই এন্ড কারি’ নামক এক রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। অনুষ্ঠানে সদ্য টেস্ট অধিনায়কের পদ থেকে অব্যহতি দেওয়া মুশফিকের উপস্থিতির খবর পেয়ে অনেক গণমাধ্যম কর্মী উপস্থিত হন উক্ত অনুষ্ঠানে।

ঠিক সময়মত রেস্টুরেন্টের উদ্বোধন করার পর সেখানে দুপুরের খাবার খেয়ে বের হয়ে আসেন মুশফিক। এসময় জাতীয় দলের অন্যতম সফল এই ব্যাটসম্যানের সাথে কথা বলার অনেক চেষ্টা চালানো হলেও গণমাধ্যমের সাথে কোন কথাই বলেননি তিনি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় অবশ্য কথা না বলার কারণ কি তার ইঙ্গিত দিয়ে গেছেন তিনি।

Also Read - জাতীয় লিগে ছয় বছর পর ফিরছেন তাসকিন


রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পথে হাসিমুখে মুশফিক জানান মিডিয়ায় কথা বলার উপর কোর্স করছেন তিনি। আর এজন্যই কথা বলবেন না গণমাধ্যম কর্মীদের সাথে। ‘মিডিয়ায় কথা বলার উপর কোর্স করছি, তারপর কথা বলবো।’ এ কথা বলেই দ্রুততার সাথে অনুষ্ঠানস্থল থেকে প্রস্থান করেন তিনি।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ভরাডুবির সময় গণমাধ্যমে দলের অভ্যন্তরীণ অনেক বিষয় প্রকাশ করায় বিসিবির পক্ষ থেকে সমালোচিত হন মুশফিক। তার সমালোচনা করতে দেখা যায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ডের আরও বেশ কয়েকজন সদস্যদের। এরপর বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে।

বিসিবি পাড়ায় ঘোর গুঞ্জন প্রোটিয়া সফরের সময় গণমাধ্যমে লাগামহীন কথা বলা ও দলের অভ্যন্তরীণ অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার জন্যই অধিনায়কত্ব হারিয়েছেন তিনি।


আরও পড়ুনঃ জাতীয় লিগে ছয় বছর পর ফিরছেন তাসকিন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমাদের এই জায়গাটাতে ঘাটতি রয়েছে’

কী কারণে তীরে এসে তরী ডুবছে বাংলাদেশের?

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগ্রাসী ক্রিকেটই খেলবে বাংলাদেশ

ছয় মাসের মধ্যেই টি-টোয়েন্টি দলে ভারসাম্য আসবে!