
ব্যাটারদের জন্য কোনো সুবিধা নেই- সাম্প্রতিক সময়ে এমন অভিযোগে কতবারই তো আলোচনায় থাকতে হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। অথচ এখানেই কিনা সুনীল নারাইন গড়লেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্রুততম অর্ধশতকের কীর্তি। এমন দানবীয় ব্যাটিং শেষে মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন এই ক্যারিবীয় তারকা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে লিটন দাসকে হারালেও আরেক ওপেনার নারাইন কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন।
বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন নারাইন। অবশ্য ১৬ বলে ৫৭ রান করে থামতে হয়। ততক্ষণে রেকর্ডের পাশাপাশি গড়া হয়েছে দলের জয়ের ভিত। ম্যাচ শেষে নারাইন জানান, মিরপুরের এই ম্যাচের উইকেট তাকে এমন ব্যাটিংয়ে সহায়তা করেছে।
RECORD ALERT : Narine’s 13-ball fifty is the fastest by a batter in BPL history 🔥
Live- https://t.co/yhiiYHZOL4#BBPL2022 #CVvCC pic.twitter.com/FOm1Om5QRX
— bdcrictime.com (@BDCricTime) February 16, 2022
‘আমি মনে করি উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। স্পিন খুব বেশি ধরেনি। বিশেষ করে নতুন বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল।’
এতটা বিধ্বংসী হয়ে ওঠার পরিকল্পনা না থাকলেও ওপেনিংয়ে ব্যাটিংয়ের কথা শুনে বেশ খুশিই হয়েছিলেন নারাইন। তিনি বলেন, ‘না, পরিকল্পনা ছিল না। তবে যখন ওপেনিং করার কথা বলা হল তখন খুশিই হয়েছিলাম। জানতাম ভালো শুরু পেলে ম্যাচ সহজ হয়ে যাবে।’
দিনশেষে দল জিতেছে, ফাইনালে উঠেছে- এটাই নারাইনের কাছে সবচেয়ে স্বস্তির বিষয়। তিনি বলেন, ‘দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের দলের অন্যতম সেরা পারফরম্যান্স এটা। দেখা যাক ফাইনালে কী হয়!’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।