মিরপুরের উইকেটে ১৪৫ রান ৩৫০ রানের মতো : হার্শা ভোগলে
দেশের ক্রিকেট যারা অনুসরণ করেন তার খুব ভালো করেই জানেন, মিরপুরের উইকেটে চতুর্থ কিংবা পঞ্চম দিনে ব্যাটিং করা কতটা কঠিন। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও এমনই বলছেন।

Adnan AhmedEditor
প্রকাশিত হয়েছে - 2022-12-24T19:39:20+06:00
আপডেট হয়েছে - 2022-12-24T19:39:20+06:00
খেলার সারসংক্ষেপ
ঢাকা টেস্টে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ তৃতীয় দিনের শেষভাগে চারটি উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তুলেছে। দেশের ক্রিকেট যারা অনুসরণ করেন তার খুব ভালো করেই জানেন, মিরপুরের উইকেটে চতুর্থ কিংবা পঞ্চম দিনে ব্যাটিং করা কতটা কঠিন। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও এমনই বলছেন। হার্শার কাছে মিরপুরের পিচে ১৪৫ রান ৩৫০ রানের মতো মনে হচ্ছে।
মিরপুরের উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ স্বরণ করিয়ে দিলেন হার্শা ভোগলে।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৪৫ রানে ৪ উইকেট নেই ভারতের। অথচ জয়ের জন্য এখনও ১০০ রান প্রয়োজন সফরকারীদের। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য ৬ উইকেট হাতে নিয়ে ১০০ রান করা আহামরি কিছু না। কিন্তু ম্যাচটা যখন মিরপুরের পিচে তখন তো ১০০ রানও অনেককিছু।
তাইতো হার্শা ভোগলে এক টুইট বার্তায় বলেছেন, “বাংলাদেশ ১৪৫ করেছে, মনে হচ্ছে ৩৫০। এটা (মিরপুর) এখন তাদের এলাকা।”
হার্শার কথার পেছনে যথেষ্ট যুক্তিও যোগাচ্ছে পরিসংখ্যান। ২০১৪ সালের পর থেকে মিরপুরের উইকেটে ১০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো দলই জিততে পারেনি। আর মিরপুরে ১০০ রানের বেশি তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড আছে মাত্র ৪ বার।
মিরপুরে ১৪৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র দুইবার। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ২০৯ রান তাড়া করে জেতা মিরপুরের উইকেটে রেকর্ড সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২০৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার। তাইতো ভারতকে ঢাকা টেস্ট জিততে হয়ে মিরপুরের তৃতীয় সর্বাধিক লক্ষ্য তাড়া করার রেকর্ড গড়তে হবে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।