মিরপুরে সাব্বিরের দ্রুতগতির অর্ধশতক
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির গ্রুপ ‘এ’ এর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ঝড়ো গতিতে অর্ধশতক পূর্ণ করেছেন সাব্বির রহমান। ৫ চার ও ১ ছক্কায় অর্ধশতক পূরণ করেন তিনি। অর্ধশতক পূর্ণের পর দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তের পর দলীয় ৭ রানে দুই উইকেট হারিয়ে বসে আবাহনী লিমিটেড। এমন অবস্থায় দলের হাল ধরেন সাব্বির রহমান ও আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের এ দুই ক্রিকেটারের ব্যাটে চড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় আবাহনী লিমিটেড।
Also Read - সুপার ওভারে বিকেএসপির নাটকীয় জয়তিন নম্বর উইকেটে ৫২ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। ১৮ বল মোকাবেলা করে ২৩ রান করা মোসাদ্দেক হোসেকে মোহাম্মদ শাহজাদা আউট করলে এ জুটি ভাঙে। তবে মোসাদ্দেক ফিরে গেলেও থেমে থাকেননি সাব্বির রহমান। মারকুটে ব্যাটিং ক্রে দলের রান বাড়িয়ে চলেছেন তিনি। দলের হাল কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন লড়াকু সংগ্রহের দিকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ বল মোকাবেলা করে ৫৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন সাব্বির। এখন পর্যন্ত সাব্বির রহমান মেরেছেন পাঁচটি চার, ছক্কার মার রয়েছে দুইটি। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সাথে ক্রিজে যোগ দেওয়া জাহিদ জাবেদের সংগ্রহ ২৪ রান। ১৫.১ ওভারের খেলা শেষে আবাহনী লিমিটেডের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১১৭ রান।
জাতীয় দলকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছে এমন পাঁচজন ক্রিকেটার আজ খেলছেন আবাহনীর হয়ে।
আবাহনী একাদশ: মুনীম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসে সৈকত (অধিনায়ক), জাহিদ জাবেদ, শাকিল হোসেন (উইকেটরক্ষক), আরিফুল হাসান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
ব্রাদার্স ইউনিয়ন: মিজানুর রহমান, শাখাওয়াত হোসেনিয়াসির আলী, হামিদুর ইসলাম, শরিফুল্লাহ (অধিনায়ক),হাবিবুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, রনি হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহজাদা, মেহেদি হাসান ও মেহেদী হাসান রানা।