Scores

মিরাজের বাসা থেকে ১৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার চুরি!

এবার চোরের খপ্পরে পড়লেন মেহেদী হাসান মিরাজ। বাসার খালি থাকা অবস্থায় জাতীয় দলের এই ক্রিকেটারের বাসায় হানা দেয় চোর। এই ঘটনায় মামলা দায়ের করেছেন জনপ্রিয় এই ক্রিকেটার।

মিরাজের বাসা থেকে ২৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার চুরি

জানা গেছে, মিরাজের বাসা থেকে ১৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার চুরি হয়েছে। ঢাকা টেস্টে একাদশে সুযোগ না পেলেও স্কোয়াডে ছিলেন মিরাজ। দল মঙ্গলবার জিতে গেলেও মিরাজরা দলবদ্ধ ছিলেন ম্যাচ শেষ হওয়ার পরও। মিরাজের সাথে ছিলেন তার স্ত্রী প্রীতি।

Also Read - ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কাতবে বুধবার বাসায় ফিরে হতভম্ব হয়ে যান মিরাজ। ঘরে ঢুকেছিল চোর! খোঁজ নিয়ে দেখেন, বাসায় থাকা ১৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার উধাও। মিরপুরের রাকিন সিটিতে মিরাজের ফ্ল্যাট। চুরির ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন তিনি।

১৭ ভরি সোনার মধ্যে মিরাজের মায়ের ৭ ভরি ও স্ত্রীর ১০ ভরি। ৬ হাজার মার্কিন ডলারও নিয়ে পালিয়েছে চোর, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকারও বেশি। বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে মিরাজের এক ঘনিষ্টসূত্র।

চোর বাসার নকল চাবি ব্যবহার করে ভেতরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। মিরাজ সস্ত্রীক জাতীয় দলের সাথে থাকায় বাসা ছিল খালি। দুষ্কৃতিকারীরা এই সুযোগটিই কাজে লাগিয়েছে। মামলার পর ইতোমধ্যে পুলিশ বিষয়টি আমলে নিয়েছে।

মিরাজের বাসায় চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র। অবশ্য এমন পরিস্থিতিতেই ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হতে হচ্ছে তাকে। বৃহস্পতিবার সকালেই দলের সাথে সিলেট যাওয়ার কথা রয়েছে তার।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে সতীর্থদের ‘ঝাড়ি’ মারেন মুমিনুল!

কথা দিয়ে কথা রাখলেন মুমিনুল

মুমিনুলের শতকে বাংলাদেশের লিড

বাংলাদেশ-জিম্বাবুয়ে ঢাকা টেস্টের সম্ভাব্য একাদশ

জিততে পারলে বদলে যাবে অনেক কিছু