Scores

মিসবাহকে পুরস্কৃত করছে পিসিবি

পাকিস্তান জাতীয় দলের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হককে ‘ইমতিয়াজ আহমেদ স্পিরিট অফ ক্রিকেট ট্রফি’ এওয়ার্ডে ভূষিত করছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি। মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নেওয়ায় এমন উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মার্জিত আচরণ এবং ক্রিকেটীয় স্পিরিটের কারণে এওয়ার্ডটি পেতে যাচ্ছেন মিসবাহ। এওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও ৫ লাখ পাকিস্তানি রুপী (৪,৭৭১ ইউএস ডলার) পাবেন এই ক্রিকেটার।

Also Read - ধন্যবাদ জানালেন নাসির



আরও পড়ুনঃ ধন্যবাদ জানালেন নাসির


প্রফেসর আইজাজ ফারুকির নেতৃত্বাধীন একটি কমিতি মিসবাহকে পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করে। আইজাজ ফারুকি পিসিবি গভর্নিং কমিটিরও একজন সদস্য। তিনি ছাড়াও তিন সদস্যের কমিটিতে আরও ছিলেন আইসিসি আম্পায়ার আহসান রাজা ও রেফারী মোহাম্মদ আনিস। কমিটির প্রস্তাবে পিসিবি সভাপতি শাহরিয়ার খান সম্মতি জানালে পুরস্কারের জন্য মিসবাহ নাম ঘোষণা করা হয়।

পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে ৭২টি টেস্ট, ১৬২টি ওয়ানডে এবং ৩৯টি টি২০ ম্যাচ খেলেছেন মিসবাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১০৮৬১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন এই ব্যাটসম্যান।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ইংল্যান্ড কোচের

ইংলিশদের দেশে নেওয়ার কায়দা করছে পাকিস্তান

বৃষ্টিভেজা ম্যানচেস্টারে আলো ছড়ালেন বাবর

এবার টেস্টেও নো বল ডাকবেন টিভি আম্পায়ার

আমি রুট-স্টোকসদের ভয় পাই না : নাসিম শাহ