Scores

মিয়াঁদাদকে ছাড়িয়ে কোহলি যখন ‘সবার সেরা’

দীর্ঘ সময় পর শতক তুলে নেওয়ার ইনিংস দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই রেকর্ড গড়ার সময় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানি কিংবদন্তী জাবেদ মিয়াঁদাদকে। মিয়াঁদাদকে ছাড়িয়ে কোহলি যখন ‘সবার সেরা’

কোহলির গড়া নতুন এই রেকর্ডটি হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার। এতদিন ক্যারিবীয়দের বিপক্ষে সবচেয়ে বেশি রান ছিল মিয়াঁদাদের। ৬৪ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে মিয়াঁদাদ সংগ্রহ করেছিলেন ১৯৩০ রান।

Also Read - ক্যারিবীয়দের হয়ে গেইলের ‘প্রথম’


রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে কোহলির রান ছিল ১৯১২। ১৯ রান নিলেই ছাড়িয়ে যাবেন মিয়াঁদাদকে- এমন সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে কোহলি হাঁকিয়ে বসেন শতক!


টস জিতে ব্যাট করতে নামা ভারতের ওপেনার শিখর ধাওয়ান এদিন প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। ফলে দ্রুত ক্রিজে পা রাখতে হয় কোহলিকে। ম্যাচের প্রথম ইনিংস তথা ভারতের ইনিংসে পঞ্চম ওভারের চতুর্থ বলে শেল্ডন কটরেলকে থার্ডম্যানে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নেন কোহলি। এরই মাধ্যমে জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে তিনি বনে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহক।

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে শেষমেশ কোহলি থেমেছেন ব্যক্তিগত ১২০ রানে। ক্যারিবীয়দের বিপক্ষে এই ফরম্যাটে তার মোট রান এখন ২০৩২। ক্যারিয়ারের অনেকটা সময় এখনো সামনে পড়ে আছে। কোহলি যেভাবে ছুটছেন, দীর্ঘদিন হয়ত বহাল থাকবে তার এই নতুন রেকর্ডটি! আর তাছাড়া মিয়াঁদাদও তো সেই কবে হয়েছেন ‘সাবেক’!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের