Scores

মুগ্ধ-খালেদের বোলিং তোপে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পরেই বল হাতে আগুন ঝরালেন খালেদ আহমেদ। খালেদ ও মুকিদুল ইসলামের পেস তোপে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৯১ রানে। বিসিবি একাদশের বিপক্ষে তাদের লিড ৩৮৮ রানের।

মুগ্ধ-খালেদের পেস তোপে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ২৫৭ রান। জবাবে বিসিবি একাদশ অলআউট হয়েছিল ১৬০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সুবাস ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তবে বল হাতেও আগুন ঝরিয়েছেন দুই বাংলাদেশি পেসার খালেদ ও মুগ্ধ।

Also Read - স্কোয়াডে '৫' পেসার রাখার কারণ জানালেন নির্বাচকরা


প্রথম ইনিংসেই বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই শেইন মোসলেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন খালেদ। তারপরে ১২৯ রানের জুটি গড়েন এনক্রুমাহ বনার ও জন ক্যাম্পবেল। ক্যাম্পবেলকে আউট করে এই জুটি ভেঙেছিলেন সাইফ হাসান। ফেরার আগে ক্যাম্পবেল করেন ৬৮ রান।

তারপর নিয়মিত বিরতিতে ফিরে যান জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স ও ক্যাভম হজ। ব্ল্যাকউডের উইকেটটিও পান সাইফ। মেয়ার্সকে সাজঘরের পথ দেখান তৌহিদ হৃদয় এবং হজকে বোল্ড করেন মুগ্ধ। দ্বিতীয় দিনের শুরুতেই বনারকে শিকার করেন খালেদ। প্রথম দিনে করা ৮০ রানেই ফিরে যান বনার। ওই সেশনেই রাহকীম কর্নওয়ালকে শিকার করেন মুগ্ধ। ১৯০ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

অষ্টম উইকেটে ৮২ রানের জুটি গড়েন জসুয়া ডা সিলভা ও রেইমন রেফার। জসুয়াকে আউট করে এই জুটি ভাঙেন এই জুটি। ১১৬ বলে ৪৬ রান করেন জসুয়া। বিরাস্যামি পারমলকে সাজঘরের পথ দেখিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন খালেদ।

জোমেল ওয়ারিকানকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেন মুগ্ধ। সফরকারীরা সংগ্রহ করেছেন ২৯১ রান। দুই ইনিংস শেষে তাদের লিডের পরিমাণ ৩৮৮ রানের।

বাংলাদেশের পক্ষে ডানহাতি মুগ্ধ শিকার করেছেন ৪টি উইকেট। আরেক পেসার খালেদ নিয়েছেন ৩টি উইকেট। পার্টটাইমার সাইফ ২টি ও হৃদয় একটি উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ২৫৭/১০ (১ম ইনিংস)

বিসিবি একাদশ ১৬০/১০ (১ম ইনিংস)

ওয়েস্ট ইন্ডিজ ২৯১/১০ (২য় ইনিংস)
বনার ৮০, ক্যাম্পবেল ৬৮, জসুয়া ৪৬;
মুগ্ধ ৪/৫৯, খালেদ ৩/৪২, সাইফ ২/৪৫, হৃদয় ১/২১।

ওয়েস্ট ইন্ডিজ ৩৮৮ রানে এগিয়ে।

Related Articles

প্রথম ওভারেই খালেদের উইকেট, ওয়ানডে মেজাজে খেলছে ওয়েস্ট ইন্ডিজ

নিজ প্রচেষ্টায় নিজেদের প্রস্তুত রেখেছেন রাহী, এবাদত, খালেদ

রিশাদ-খালেদের বোলিং তোপে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

ছিটকে পড়লেন শফিউল, কপাল খুলল খালেদের

তাসকিন-খালেদকে স্টার্ক-বুমরাহদের সাথে তুলনা ডমিঙ্গোর