
অধিনায়ক হিসেবে এখনও দর্শকদের কাছে জনপ্রিয় হতে উঠতে পারেননি মুমিনুল হক। রান নেই ব্যাটেও। যে কারণে নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেই ফেললে, মুমিনুলকে যেরকম চিনতেন, গত দুই সিরিজে ঠিক সেভাবে দেখেননি।

একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হতো মুমিনুলকে। তাঁকে তো বাংলাদেশের ‘ডন ব্র্যাডম্যান-ও’ আখ্যা দেওয়া হয়েছিল। তবে অধিনায়কত্ব পাবার পর থেকেই নিজেকে যেন হারিয়ে ফেলেছেন মুমিনুল।
ব্যাট হাতে যেমন ছন্দে নেই ঠিক তেমনি অধিনায়ক হিসেবেও মাঠে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না। কখনো দেখা যায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যে কারণে মানুষ তাঁর সমলোচনা করছেন। রাজ্জাক বলছেন একেক মানুষের মূল্যায়ন করার ক্ষমতা ভিন্ন। তবে দুটো সিরিজে যে চিরচেনা মুমিনুলকে খুঁজে পাওয়া যায়নি তা স্বীকার করেন রাজ্জাক।
“আসলে পরিকল্পনা করার কথা না (অধিনায়কত্ব বদলের)। একটা দুটা সিরিজ খারাপ যেতেই পারে, তার জন্য একজন মানুষকে নিয়ে হুট করে একটা কথা বলা ঠিক না। তারপরও একজনের মানসিকতা একেক রকম, মূল্যায়ণ করার ক্ষমতা একেক রকম।”
তিনি আরও যোগ করেন, “যে যেভাবে করে সেটা… আমার তরফ থেকে যদি বলি, সবকিছু স্বাভাবিক। কারণ দুটো সিরিজে আমরা মুমিনুলকে যেভাবে চিনি, সেভাবে দেখিনি।”

ব্যাটার মুমিনুল অফ-ফর্মে হলেও তাঁর ওপর পূর্ণ সমর্থন রয়েছে নির্বাচক রাজ্জাকের। এমনকি বোর্ডও যে তাঁকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় আছে সেটিও না। ব্যাটার হিসেবে যে খারাপ সময় পার করছেন মুমিনুল সেটিই বললেন রাজ্জাক।
“ও কোন লেভেলের ব্যাটসম্যান, সেটাও আমাদের দেখা উচিত। ওর নামটা কাদের কাতারে আছে, এটা অবশ্যই দেখা উচিত। যে কাতারটা আমাদের দেশের মধ্যে নাই ই। একজন মানুষকে নিয়ে বলা তো সহজ, সবাই ই বলতে পারে। কিন্তু সে ঠিকঠাক আছে। ওর খারাপ সময় যাচ্ছে, যেতে পারে। এটুকুই, আর কিছু না।”
বাইরে মুমিনুলকে নিয়ে যত অভিযোগ ভেতরে আসলে তেমনটা নয়। রাজ্জাক মনে করেন মুমিনুলকে নিয়ে বাড়তি চিন্তার জায়গায় এখনও পৌঁছাননি।
“আমি নিশ্চিত বোর্ডেরও এটাই চিন্তা। তা না হলে তো বলেই দেওয়া যায় যে আমার হচ্ছে না তোমাকে দিয়ে। কিন্তু সেটাতো না। মুমিনুলকে নিয়ে বাইরে যত চিন্তা হচ্ছে, আমরা এতটা করছি না। কারণ অত চিন্তার জায়গায় এটা যায়নি।”
কোচদের তালিকায় আছেন লুক রাইটও https://t.co/LdWzUAOZ8e
— bdcrictime.com (@BDCricTime) May 10, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।