মুমিনুলের চওড়া ব্যাটে রূপগঞ্জের ৫ উইকেটের জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রকে (বিকেএসপি) ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সোমবার (১ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আসরের ৪৫ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বিকেএসপি।
রূপগঞ্জের বোলিং তোপে দলটির ইনিংস থামে মাত্র ১৮১ রানে। নির্ধারিত ৫০ ওভার খেলে এই রান জড়ো করতেই দলটি হারায় ৯ উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে শামিম হোসেনের ব্যাট থেকে। অন্যান্যদের মধ্যে প্রান্তিক নওরোজ নাবিল ৩৮ এবং ফাহাদ আহমেদ ২০ রান করেন।
রূপগঞ্জের পক্ষে ঋষি ধাওয়ান একাই শিকার করেন পাঁচটি উইকেট। দুটি উইকেট শিকার করেন
Also Read - বাংলাদেশে আসছেন গর্ডন গ্রিনিজজয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার মোহাম্মদ নাইমকে হারায় রূপগঞ্জ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী মারুফ ও মুমিনুল হক। মারুফ ২৭ রান করে বিদায় নিলেও মুমিনুল থামেন ৯৩ রানে। ৭ রানের জন্য শতক তুলতে নাপারা জাতীয় দলের এই ব্যাটসম্যান ১১২ বলের মোকাবেলায় হাঁকান ৮টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৩১ রান।
ছোট লক্ষ্য তাড়া করতেও রূপগঞ্জকে খেলতে হয় ৪৫ ওভার। ৫টি করে ওভার ও উইকেট হাতে রেখে দল পৌঁছে যায় জয়ের বন্দরে।
বিকেএসপির পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সুমন খান ও আব্দুল কাইয়ুম।
সংক্ষিপ্ত স্কোর
বিকেএসপি ১৮১/৯ (৫০ ওভার)
শামিম ৫২, নাবিল ৩৮, ফাহাদ ২০
ঋষি ৫১/৫, মুক্তার ২৯/২
রূপগঞ্জ ১৮২/৫ (৪৫ ওভার)
মুমিনুল ৯৩, নাঈম ৩১, মারুফ ২৭
কাইয়ুম ২৮/২, সুমন ৩২/২
ফল: রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।