Scores

মুমিনুলের পর মুশফিকের সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। ৯৯ করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেলেও দ্বিতীয় সেশনের শুরুতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম।

লাঞ্চ বিরতির আগেই ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটা পেতে পারতেন মুশফিক। কিন্তু তিনি দর্শক ও নিজের অপেক্ষাটা আরও বাড়ালেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগের বলে ডিফেন্স করেই ৯৯ করে অপরাজিত থাকেন তিনি। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই কাঙ্ক্ষিত শতকের দেখা পান মুশফিক।

Also Read - অপেক্ষা বাড়িয়ে লাঞ্চ বিরতিতে গেলেন মুশফিক


মুশফিকও হেঁটেছেন অধিনায়ক মুমিনুলের দেখানো পথেই। পাকিস্তান সফরে না গেলেও সম্প্রতি সময়ে টেস্টে ব্যাট হাতে ভালো সময়ই যাচ্ছে মুশফিকের। দিনের শুরুতে ফিফটি তুলে নিলে, ধীরে ধীরে সে ফিফটিকে দ্রুত নব্বইয়ের ঘরে নিয়ে আসেন মুশফিক। ফিফটি থেকে নব্বইয়ের ঘরে আসতে বেশি সময় নেননি দলের এই সেরা ব্যাটসম্যান।

তবে নব্বই থেকে শতকে যেতে খানিক সময় নেন মুশফিক। অনেকটাই বুঝে-শুনেই জিম্বাবুয়ের বোলারদের খেলেন মুশফিক। ৯৯তম ওভারে এইনসলির চতুর্থ বলে সুইপ করে চার মেরে শতকের কাছাকাছি নিয়ে যান মুশফিক। তবে দ্বিতীয় সেশনের নবম বলে এনডিলোভুকে চার মেরে ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নেন মুশফিকুর রহিম।

দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশ দলের। প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে মুমিনুল ও মুশফিক। জিম্বাবুয়ের বোলারদের বেশ দেখে-শুনেই খেলেছেন এই দুই ব্যাটসম্যান। টেস্টে টানা ব্যর্থ হওয়া মুমিনুলের দীর্ঘ ১৫ ইনিংসের পর দেখা পেয়েছেন তার ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। ৮৩তম ওভারে ত্রিপানোকে চার মেরে ক্যারিয়ারের ৯ম শতক তুলে নেন মুমিনুল।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

করোনা মোকাবেলায় এগিয়ে এলেন সাকিব

রনির উদ্যোগে খাবার পাচ্ছে ‘৫০০’ পরিবার

চুক্তির বাইরের ক্রিকেটারদের জন্য বিসিবির মহৎ উদ্যোগ

‘২০০’ পরিবারের পাশে দাঁড়ালেন মোসাদ্দেক

দায়িত্ববোধ থেকেই মিরপুর স্টেডিয়াম দিতে চায় বিসিবি